আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রিটেন। জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ তদন্তে তাদের অভিযুক্ত করা হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রেফতার তিনজনই বুলগেরিয়ার নাগরিক। তারা রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল বলে অভিযোগ রয়েছে।”
প্রতিবেদনে আরও বলা হয়, “লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দাদের দ্বারা রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে ফেব্রুয়ারিতে তাদের গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা পুলিশ হেফাজতেই আছেন।”
তবে এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কোনও মন্তব্য জানা যায়নি। গ্রেফতারকৃত তিনজন অনেক বছর ধরেই ব্রিটেনে বসবাস করে আসছেন। তারা বিভিন্ন চাকরিতে কাজ করতেন এবং লন্ডন শহরতলির বিভিন্ন বাসায় বসবাস করেছেন।
উল্লুতে রিলিজ করেছে সাহসী দৃশ্যে ভরপুর নতুন ওয়েব সিরিজ, দেখুন ঘরের দরজা বন্ধ করে
আগামী জানুয়ারিতে লন্ডনের ওল্ড বেইলিতে এই তিন অভিযুক্তের বিচার হওয়ার কথা। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিবিএস নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।