বিনোদন ডেস্ক : রানাঘাট স্টেশনে বসে প্রতিদিন দুবেলা দুমুঠো ভাতের জন্য যার সংগ্রাম, সেই রানু মন্ডলের কাহিনী এবার ধরা পড়বে বলিউডের পর্দায়। রানু মন্ডলের জীবন, তার ভিক্ষাবৃত্তি থেকে শুরু করে সুদূর মুম্বাইতে গিয়ে বড় বড় তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার যে গল্প তা কোনও রূপকথার থেকে কিছু কম নয়। খুব শীঘ্রই আসছে হৃষিকেশ মন্ডলের পরিচালনায় রানু মন্ডলের বায়োপিক ‘এক পেয়ার কা নাগমা হে’।
এক বছর আগেই বলিউডের এই নতুন ছবি নিয়ে চর্চা শুরু হয়েছিল। রানু মন্ডলের বায়োপিক নিয়ে ভেসে আসছিল কিছু টুকরো টুকরো খবর। অবশেষে এই ছবির প্রথম লুক এল প্রকাশ্যে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ‘সেক্রেড গেমস’ খ্যাত অভিনেত্রী ইশিকা দে। এই ছবিতে রানু মন্ডলের জীবনের নানা শেডস, তার জীবনের নানা অজানা মোড়ের গল্প উঠে আসবে।
কেমন ছিল রানু মন্ডলের যৌবন? তার জীবনের উত্থান-পতন, সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য তার লড়াই সর্বোপরি তিনি কেন রানাঘাট স্টেশনে আশ্রয় নিয়েছিলেন সেই গল্প এবার ধরা পড়বে বড় পর্দায়। আসলে সোশ্যাল মিডিয়াতে রানু মন্ডলকে নিয়ে আগ্রহ কিছু কম নেই। তাকে নিয়ে যতই ট্রোলিং বা নিন্দে-মন্দ চলুক না কেন, এখনো তার বিভিন্ন ভিডিওতে ভিউ আসে চোখে পড়ার মত।
রানাঘাট স্টেশনে বসে খালি গলায় পথচারীদের গান শোনাতেন রানু মন্ডল। সেই গান শুনে খুশি মনে পথচারীরা যা কিছু তার হাতে তুলে দিয়েছেন, লতাকন্ঠি রানু মন্ডলের দিন তাতেই চলেছে। আচমকাই তিনি সমাজসেবী অতীন্দ্র রায়ের নজরে পড়ে যান। অতীন্দ্র তার গানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন যা পরে তুমুল ভাইরাল হয়। বাকি গল্পটা স্বপ্নের মত ছিল।
এরপর সত্যিই রানু মন্ডলের দিন কেটেছে স্বপ্নের মত। মুম্বাইয়ের জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া তার গান শুনে তার সঙ্গে ডুয়েট গাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এই সুযোগ পেয়ে সোজা মুম্বাই পৌঁছে যান রানু মন্ডল। হিমেশের সঙ্গে ‘তেরি মেরি কাহানি’ গানে সঙ্গত দিয়ে রানু মন্ডলের জনপ্রিয়তা আরও বাড়ে। কিন্তু এমন সাফল্য পাওয়ার পরেও তা ধরে রাখতে পারেননি রানু।
মাত্র ১০ হাজার টাকায় ৬.৬ ইঞ্চির ডিসপ্লের আকর্ষণীয় স্মার্টফোন
ফ্যানেদের সঙ্গে দুর্ব্যবহার করা নিয়ে রানু মন্ডলের বিরুদ্ধে ক্ষেপে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এদিকে করোনার কারণে বলিউড থেকেও তাকে চলে আসতে হয়। আবারও সেই দুর্দিন ফিরে আসে তার জীবনে। এখন আবার স্টেশনে ভিক্ষাবৃত্তি করে তার দিন কাটে। স্থানীয় কিছু মানুষ এবং ক্লাবের সহায়তায় কোনওমতে রানু মন্ডলের শোচনীয় দিন কাটছে। এহেন রানু মন্ডলের জীবনের গল্প শোনাবে ‘এক পেয়ার কা নাগমা হে’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।