বিনোদন ডেস্ক : তিন দশকেরও বেশি সময় ধরে, বলিউডের তিন খান—শাহরুখ, সলমন এবং আমির (Shah Rukh Khan, Salman Khan, Aamir Khan)বলিউডে রাজত্ব করে চলেছেন। শুধু পর্দাতেই নয়, বিজ্ঞাপন জগতেও তাঁদের প্রতিপত্তি। তাঁদের এমন অসাধারণ জনপ্রিয়তা প্রভাব রয়েছে প্রজন্মের পর প্রজন্ম। তাঁদের পরিচিতি আজ শুধুমাত্র ভারতেই নয়, বিশ্বজুড়ে কত শত মানুষের কাছে ছড়িয়ে পড়েছে। পর্দায় প্রত্যেকের এক অনন্য ব্যক্তিত্ব।
রোমান্স কিং শাহরুখ। সলমন ‘ভাইজান’ মাস এন্টারটেইনার। এবং আমির মিস্টার পারফেকশনিস্ট। বক্স-অফিস রেকর্ড, থেকে বিশাল ফ্যান বেস, এবং তাঁদের সঙ্গে জুড়ে থাকা ব্র্যান্ড-এন্ডোর্সমেন্ট বলিউডের ‘বেতাজ বাদশাহ’র মুকুট পরিয়ে দিয়েছেন। ২০২৫ সালেও, বলিউডের শীর্ষে নিজেদের স্থান অক্ষত রেখেছেন ‘তিন’ খান। আজ তাঁরা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ল্যান্ডস্কেপেও আধিপত্য বজায় রেখেছেন। একাধিক কোলাবেরশনে যথেষ্ট পারিশ্রমিকও আদায় করে চলেছেন তাঁরা। এক নজরে জেনে নিন, শাহরুখ-আমির এবং সলমনের চলতি বছরে ‘ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ফি’র যাবতীয় তথ্য।
শাহরুখ
বলিউডের বাদশাহ তিনি। (Shah Rukh Khan) শাহরুখ খান। তাঁর ক্যারিশমা এবং জনপ্রিয়তায় দর্শক পাগল। বছরের পর বছর ধরে দামি ঘড়ি, কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রিমিয়াম পানীয়সহ বিভিন্ন ধরণের পণ্যের প্রচার তিনি করেছেন। তাঁর এন্ডর্সমেন্ট ফি প্রতি ব্র্যান্ডের জন্য ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। আজ ‘এলএমএল’, ‘পেপসি’, ‘নোকিয়া’, ‘হুন্ডাই’, ‘ডিশ টিভি’, ‘ডি’ডেকর’, ‘লাক্স’, ‘ট্যাগ হিউয়ার’ সহ অন্যান্য বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে যুক্ত কিং খান।
সলমন
সলমন (Salman Khan)খানের অন-স্ক্রিন ব্যক্তিত্বই তাঁর ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে বদলে ফেলেছে। পার্সোনাল গ্রুমিং থেকে, খাবার কিংবা ক্লোদিং লাইনের সঙ্গে যুক্ত ভাইজান। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য তার পারিশ্রমিক ৪ কোটি থেকে ১০ কোটি টাকা। বছরের পর বছর ধরে, তিনি ‘পেপসি’, ‘সুজুকি’ এবং ‘ইমামি’র মতো ব্র্যান্ডগুলোকে সফলভাবে এন্ডোর্স করেছেন। যা বাজারে তাদের উপস্থিতি আরও শক্তপোক্ত করেছে।
আমির
ঠিক তাঁর ছবি নির্বাচনের মতো ব্র্যান্ডের ক্ষেত্রেও আমির ভীষণ খুঁতখুঁতে (Aamir Khan)। ব্র্যান্ডগুলোর সৎ ভাবমূর্তি থাকবে, এটাই বোধ হয় তাঁর একমাত্র মানদণ্ড। অতীতে, আমির শুধুমাত্র একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তির জন্য ৮৮ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। বলা হয় যে তিনি প্রতিটি ব্র্যান্ডের চুক্তির জন্য ৫ থেকে ৭ কোটি টাকা নিয়ে থাকেন। তিনি যে কয়েকটি ব্র্যান্ডের সাথে যুক্ত তার মধ্যে রয়েছে — ‘থামস আপ’, ‘ড্রিম ১১’, ‘ফোনপে’, ‘ভিভো ইন্ডিয়া’, ‘গোদরেজ গ্রুপ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।