লিংকে ক্লিক করে ৩ লাখ টাকা হারালেন অভিনেতা

৩ লাখ টাকা হারালেন অভিনেতা

বিনোদন ডেস্ক : এবার প্রতারনার ছকে পা দিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখার্জি। ইলেকট্রিক বিলের লিংকে ক্লিক করে প্রায় ৩ লাখ টাকা হারিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। এ বিষয়ে কলকাতার সরশুনা থানা ও লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এখন পর্যন্ত জালিয়াত চক্রের কেউ ধরা পড়েনি।

৩ লাখ টাকা হারালেন অভিনেতা

ভারতীয় একাধিক গনমাধ্যম জানিয়েছে, গত ১৩ জুন অভিনেতা শান্তিলাল মুখার্জির ব্যক্তিগত মুঠোফোনে একটি এসএমএস আসে। তাতে বলা হয়, রাতের মধ্যে ইলেকট্রিক বিল জমা দিতে হবে, নাহলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তড়িঘড়ি করে ইলেকট্রিক বিল পরিশোধ করেন এই অভিনেতা। পরবর্তীতে তার কাছে অচেনা একটি নম্বর থেকে ফোনে জানানো হয়, পেমেন্ট আপডেট করার জন্য আরো ১১ রুপি দিতে হবে।

একটি লিংকে ক্লিক করে ওই অর্থ পরিশোধের কথা বলা হয়। অভিনেতা ওই লিংকে ক্লিক করেন। এরপর অভিনেতা জানতে পারেন, তার অ্যাকাউন্ট থেকে আড়াই লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৯৮ হাজার ২১০ টাকা) উধাও হয়ে গিয়েছে। এরপর থানায় অভিযোগ করেন শান্তিলাল মুখার্জি।

এই সংক্রান্ত ঘটনা প্রথমবার নয়, সাইবার নিরাপত্তা নিয়ে বার বার সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। ইন্টারনেটে সন্দেহজনক লিঙ্ক দেখলে সেটা খুলে দেখতে নিষেধ করা হচ্ছে। অজানা কোনও ওয়েবসাইট থেকে লিঙ্ক পাঠালে সেখানে ক্লিক করতে বারণ করা হচ্ছে।

নতুন রোমান্টিক ছবিতে জুটি বাঁধছেন সিদ্ধার্থ ও কিয়ারা

কারণ এর মাধ্যমেই গ্রাহকের সমস্ত ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে হ্যাকাররা। বিশেষজ্ঞরা বলছেন, এমন জালিয়াতির চক্র ইদানীং কালে খুব সক্রিয় হয়ে উঠেছে। তাছাড়া ইন্টারনেটেও এমন প্রতারণার ফাঁদ পাতা রয়েছে।