আন্তর্জাতিক ডেস্ক : ১০০, ২০০ কিংবা হাজার টাকা কেজি নয়, এক কেজি আমের দাম ২ লাখ ৭০ হাজার রুপি বা প্রায় ৩ লাখ সাড়ে ৮ হাজার টাকা! আর তাই সেই আম পাহারা দিতে চারজন নিরাপত্তাকর্মীর পাশাপাশি ছয়টি বিশেষ কুকুর নিয়োগ দিয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের এক পরিবার। এবার আলিপুরদুয়ারের চাষিরও ঘুম উড়ল এই আমের গাছ লাগিয়ে। এই বোধহয় কেউ আম চুরি করে নিয়ে গেল এই ভেবে।
এই দামি আমের নাম মিয়াজাকি। জাপানের কিউসু প্রদেশের মিয়াজাকি শহরে প্রথমে দেখা গিয়েছিল। সেই শহররে নাম অনুসারেই এই আমের নাম মিয়াজাকি। আন্তর্জাতিক বাজারে এই আম একেবারে বহুমূল্য। এই আমের এক একটির ওজন প্রায় ৩৫০ গ্রাম করে হতে পারে। অপূর্ব তার স্বাদ। আর বাইরের লাল রঙ দেখে মোহিত হয়ে যাবেন আপনি।
আলিপুরদুয়ার শহরের বাসিন্দা লোচা দেবে জানান, কলকাতা থেকে ২ হাজার টাকা করে চারটি মিয়াজাকি আমের চারা কিনে নিয়ে গিয়েছিলেন তিনি। এরপর তিনি সেই চারা নিজের বাগানে বসান। আর সেই মিয়াজাকি আমের গাছ এবং আম দেখতে একেবারে লাইন লেগে যাচ্ছে বাড়ির সামনে।
আলিপুরদুয়ার শহরের পল্লিমঙ্গল ক্লাবের পাশে লোচা দেবের বাড়ি। তিনি আলিপুরদুয়ার ডিআরএম অফিসের চতুর্থ শ্রেণির কর্মী। এদিকে তাঁর বাড়ির ওই আম গাছে এবার আম ধরেছে। আর তাতে একদিকে যেমন তিনি খুশি তেমনি রাতের ঘুমও চলে গেছে তাঁর। এমন তিন লাখি আম পাহারা দেওয়াটাই তাঁর কাছে এখন বড় চ্যালেঞ্জ।
মধ্যপ্রদেশের এক দম্পতি এই আম গাছ পাহারার জন্য সশস্ত্র বাহিনী ও কুকুরও রেখেছিল। তবে সশস্ত্র বাহিনী রাখার মতো পরিস্থিতি তাঁর নেই। সেকারণে রাত জেগে আম পাহারা দিচ্ছেন তিনি। এর সঙ্গে আম গাছের চারপাশে আটটি সিসি ক্যামেরাও লাগিয়েছেন তিনি। সেই সিসি ক্যামেরার মাধ্যমেও রাতদিন আম গাছে নজর রাখছেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।