বিনোদন ডেস্ক : সরকারি অনুদানে এসএ হক অলিক নির্মাণ করেছেন ‘গলুই’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও পূজা চেরি। শাকিব খানের এটিই প্রথম সরকারি অনুদানের সিনেমা। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এটি।
শুটিংয়ের শুরু থেকে আলোচনায় রয়েছে সিনেমাটি। এবার মুক্তি পেলো এ সিনেমার ‘তুই আমি দুই’ শিরোনামে গান। ‘এই গলুইতে বইস্যা আমি ওই গলুইতে তুই/ সাহস নাইরে বন্ধু আমার ক্যামনে তোরে ছুঁই/ ভেতর কান্দে চাইয়া দ্যাখ/ কখনো আর হইমো না এক/ আজীবনই রইয়্যা গেলাম তুই আমি দুই’—এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।
গানটি মুক্তির পর দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে শাকিব-পূজা। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে নিজেদের ভালো লাগার কথা জানাচ্ছেন নেটিজেনরা। আব্দুর রশীদ নামে একজন লিখেছেন—‘অসাধারণ অসাধারণ অসাধারণ।
সৎ মা কারিনার মতোই হয়েছেন সারা
হৃদয় ছুঁয়ে গেলো। দুইজনের এক্সপ্রেশনই সুপার। লুক, ড্রেস, স্পট ভেরি নাইস। দুজনকে দারুণ মানিয়েছে।’ মোহনা আক্তার লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর লেগেছে। হৃদয় ছুঁয়ে গেছে।’
এ গান নিয়ে পরিচালক এসএ হক অলিক বলেন—‘‘সিনেমাটি নির্মাণ করতে গিয়ে কোনো আপোষ করিনি; গানের বেলায় দেশের সেরা তারকাদের বেছে নিয়েছি, যারা দিনের পর দিন এ দেশের সিনেমা ও গানের আঙিনাকে সমৃদ্ধ করেছেন। এস আই টুটুল তাদের অন্যতম।
এরইমধ্যে তার কণ্ঠে ‘তুই আমি দুই’ গানটি ভালো সাড়া ফেলেছে। গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।’’ শাকিব-পূজা ছাড়াও ‘গলুই’ সিনেমায় অভিনয় করেছেন—আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।