মাত্র তিন মাসের প্রেম! প্রেমিকা নিকি নিকোলের সঙ্গে সেই প্রেমের সম্পর্কে ইতি টানলেন বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। চোট, ছন্দহীনতা, বিতর্ক কিংবা ব্যাক্তিগত জীবন সবখানেই হোঁচট খাচ্ছেন ১৮ বছর বয়সী এই ফুটবল তারকা।

স্পেনের সংবাদ মাধ্যমের খবর, আর্জেন্টাইন গায়িকা নিক্কির সঙ্গে মাত্র তিন মাসের প্রেমের সম্পর্ক শেষ করে দুজনই এখন আলাদা থাকছেন।
ইয়ামালের ব্যক্তিগত জীবন সাম্প্রতিক মাসগুলোতে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বেশ কয়েকজন নারীকে ঘিরে কয়েক মাস ধরে চলা গুজবের পর সেপ্টেম্বরের শুরুতে নিশ্চিত করেন, ১৮ বছর বয়সী ইয়ামাল ও ২৫ বছর বয়সী আর্জেন্টাইন র্যাপার নিকি নিকোল সম্পর্কে জড়িয়েছেন।
এল ক্লাসিকোর কদিন পরই ইতালির মিলানের একটি পার্টিতে দেখা যায় ইয়ামালকে। সেখানে ইতালীয়ান সামাজিক মাধ্যম ইনফ্লুয়েন্সার আনা জেগনোসোর সঙ্গে ছিলেন ১৮ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার। গুঞ্জন উঠেছে নতুন প্রেমের সম্পর্কের কারণে নিকোলের সঙ্গে সম্পর্ক ইতি টেনেছেন ইয়ামাল।
অবশ্য স্প্যানিশ সংবাদ মাধ্যম ইয়ামালের যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বার্সা তারকা নতুন প্রেমের কথা অস্বীকার করেন।
তিনি বলেছেন, ‘আমরা (ইয়ামাল ও নিকি) এখন আর একসঙ্গে নেই। এটি কোনো অবৈধ সম্পর্কের কারণে হয়নি। আমরা কেবল আলাদা হয়ে গিয়েছি, বিষয়টি এখানেই শেষ। যা কিছু বাইরে আসছে, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি কখনো বিশ্বাসঘাতকতা করিনি বা কারও সঙ্গে কিছু করছি না।’
সম্প্রতি মাঠের বাইরের বিষয় নিয়েই বেশি আলোচনায় আসছেন ইয়ামাল। মাঠে চিরচেনা ইয়ামালকে গত কয়েক ম্যাচে দেখছে না সমর্থকরা। চোটের কারণে তিনি বিশ্রামে আছেন। শতভাগ ফিট হয়ে তবেই মাঠে ফিরবেন।
মাঠে তার পারফরম্যান্স যেমন মুগ্ধ করছে ভক্তদের, মাঠের বাইরের এই ব্যক্তিগত অধ্যায়ও তৈরি করেছে তুমুল কৌতূহল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



