৩ মাস পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন জিৎ

জিৎ

বিনোদন ডেস্ক : ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেতা জিৎ। গত বছরের সেপ্টেম্বরে ভক্তদের দ্বিতীয়বারের মতো বাবা হতে চলার সুখবর জানিয়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। তখন স্ত্রীর গর্ভাবস্থার ছবি প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর ঠিক একমাস পরে এ তারকার ঘর আলো করে আসে একটি পুত্রসন্তান। তিন মাস আগে সেই খবর জানালেও সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেতা। তবে এবার সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন টালিউডের এই তারকা।

জিৎ

সোমবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন জিৎ। তার পোস্টে দেখা যায়, নবজাতক সন্তানকে জড়িয়ে ধরে আদর করার একটি ছবি। মাথায় সার্জিক্যাল ক্যাপ পরে তাকিয়ে থাকতে দেখা যায় এই তারকাকে।

ক্যাপশনে লেখেন, দিনটি ছিল আমার জীবনের একটি শুভদিন। সেদিন সে পৃথিবীকে হ্যালো বলেছিল। চলুন আমার ছেলে রনভের সঙ্গে পরিচয় করিয়ে দেই।

জিতের এই পোস্টে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ইন্ডাস্ট্রির সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেতাকে।

১১ বছরের প্রেমের পর বিয়ে করেছেন মডেল পল্লব, জানুন কনের পরিচয়

এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে স্ত্রী ও কন্যাসন্তানের সঙ্গে বিশেষ ফটোগ্রাফের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন জিৎ। সেই সময় ক্যাপশনে লিখেছিলেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। আমাদের দ্বিতীয় সন্তান আসতে যাচ্ছে। সবার আশীর্বাদ কামনা করছি।’