জুমবাংলা ডেস্ক : তিন মুখ ও দুই মাথা নিয়ে নওগাঁয় একটি ছাগল ছানার জন্ম হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) রাতে জেলা সদর উপজেলার ইকরকুড়ি গ্রামের স্মাগ ডেইরি ও গট খামারে বিদেশি জাতের এ ছাগল ছানার জন্ম হয়।
খামার মালিক শহিদুল ইসলাম জানান, খামারে ভারতীয় হরিয়ানা ও বারবারি জাতের ছাগল চাষ করেন তিনি। বৃহস্পতিবার রাতে হরিয়ানা জাতের ছাগলের এই বাচ্চাটি জন্ম নেয়। এরপর দেখা যায়, ছানাটির তিনটি মুখ রয়েছে। যার মাথার অংশ দু’ভাগে বিভক্ত। তবে সাভাবিক ছাগলের মতোই দুইটি চোখ, কানসহ অন্যান্য অংঙ্গ ঠিকঠাক আছে।
শহিদুল আরও জানান, জন্মের পর থেকেই ডাক-হাঁক ও খাবার-দাবার সব ঠিকঠাক রয়েছে। তবে তা দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করছেন।
জেলা প্রাণিসম্পদ বিভাগ বলছে, বিভিন্ন কারণেই এমন ছানার জন্ম হয়। তবে এটির সঠিক কারণ এখনই বলা খুব কঠিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।