আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস ও দক্ষিণ ক্যারোলিনা রাজ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানি জমে গেছে।
নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
এদিকে বন্যার কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সোমবার পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বে ছেড়েছে ৩ হাজার ৬০০ ফ্লাইট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।