বিশ্বের সবচেয়ে লম্বা নারী হিসেবে ওয়ার্ল্ড রেকর্ড গড়েন তুরস্কের রুমেইসা গেলগি। উইভার সিনড্রোম নামে এক বিরল রোগের কারণে রুমেইসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের আরও তিনটি রেকর্ড ভেঙে চুরমার করেছেন বলে জানা গেছে। ২৫ বছর বয়সী তুরস্কের এই নারী এখন বিশ্বের পাঁচটি রেকর্ডসের অধিকারী বলে জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ।
গিনেস বুক কর্তৃপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারিতে যাচাই-বাছাই শেষে রুমেইসার নতুন তিনটি রেকর্ডসের তথ্য নিশ্চিত করেছে। রুমেইসার নতুন তিন রেকর্ড হলো- বিশ্বে জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় হাত (নারী) : ডান হাত ২৪ দশমিক ৯৩ সেন্টিমিটার (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাত ২৪ দশমিক ২৬ সেন্টিমিটার (৯.৫৫ ইঞ্চি) দীর্ঘ।
আর জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম আঙুল (নারী) : ১১ দশমিক ২ সেন্টিমিটার (৪ দশমিক ৪০ ইঞ্চি)। তাছাড়া, বিশ্বে জীবিত ব্যক্তিদের মধ্যে দীর্ঘতম পিঠ (নারী): ৫৯ দশমিক ৯০ সেন্টিমিটার (২৩.৫৮ ইঞ্চি)।
রুমেইসা গেলগির জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি। পেশায় আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার হিসাবে কাজ করেন তিনি। গত বছরের অক্টোবরে বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত নারীর তকমা পেয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে।
ইউটিউবে গিনেস কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিও রয়েছে। যেখানে রুমেইসাকে নিজের এবং জন্মগতভাবে যে রোগটি হয়েছিল তার সে সম্পর্কে ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি বলেন, আমি অনেক বঞ্চনার শিকার হয়েছি ছোটবেলায়। কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল আপনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করতে পারবেন।
তুরস্কের এই নারী আরও বলেন, আমি কিশোরী বয়সে ২০১৪ সালে আমার প্রথম রেকর্ডের খেতাব পেয়েছিলাম। তারপর থেকে আমি এই খেতাব আমার রোগ ও বঞ্চনার ব্যাপারে সচেতনতা সৃষ্টিতে ব্যবহার করছি। এ জন্য আমি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
শারীরিক প্রতিবন্ধকতার কারণে বর্তমানে হুইল চেয়ারে করে চলাফেরা করেন বিশ্বের সবচেয়ে লম্বা এই নারী। তবে দিনের অল্প কিছু সময় তিনি হাঁটেন।
মার্কিনভিত্তিক ন্যাশনাল অর্গানাইজেশন ফর রেয়ার ডিজ অর্ডারের মতে, উইভার সিন্ড্রোম সাধারণত জন্মের আগে শুরু হয় এবং কখনো কখনো মাংসপেশির স্বর বৃদ্ধি, অত্যন্ত প্রশস্ত চোখ, প্রশস্ত কপাল, পায়ের বিকৃতি এবং অস্বাভাবিকভাবে বড় কান থাকে। এর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনেক গবেষক মনে করেন, উত্তরাধিকার সূত্রে এমন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।