আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। ইমরানের আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন।
দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড, এর কিছুদিন পরই দুর্নীতির মামলায় ১৪ বছর ও সর্বশেষ বিবাহ আইন ভঙ্গের দায়ে ইমরান খানকে ৭ বছরের কারাণ্ড দেয় রাওয়াল পিন্ডির একটি আদালত।
তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে।
পাশাপাশি, ইমরান খান বলেছেন, তার দল যদি আরও একবার ক্ষমতায় যায়, তাহলে তিনি কোনো রাজনৈতিক প্রতিশোধ নেবেন না। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশের উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি।
এদিকে, ভোট কারচুপি এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে পাকিস্তানজুড়ে আন্দোলন করছে ইমরানের দল পিটিআই।
অপরদিকে, নওয়াজ শরীফের মুসলিম লীগের নেতৃত্বে ৬টি দল নিয়ে গঠিত হচ্ছে জোট সরকার, দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন তার ভাই শাহবাজ শরীফ।
শিক্ষার্থীদের জন্য বিশাল সুখবর, যেভাবে পাবেন পাঁচ হাজার টাকা
নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। নির্বাচন হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও এখনো কোন দল সরকার গঠন করতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।