বিনোদন ডেস্ক : জীবনের নতুন ইনিংস শুরু করলেন ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। দুটি প্রাক-বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করে অবশেষে রাজকীয় আয়োজনে গত ১২ জুলাই গুজরাটি রীতিতে সাত পাকে বাঁধা পড়লেন এই নবদম্পতি।
পরিবারের ছোট ছেলের বিয়েতে আয়োজনের কোনো খামতি রাখেননি মুকেশ ও নীতা আম্বানি। বিশ্বের অন্যতম ধনী পরিবারের ছেলের বিয়ে। অনন্ত-রাধিকার বিয়েতে তাই লোকে লোকারণ্য। বিশ্বের জনপ্রিয় সব তারকা জড়ো হয়েছিলেন বিয়ের আসরে।
বিয়ে মানেই হুল্লোড় বেশি। তবে বেশি মানুষ আর হৈ-হুল্লোড়ে কেলেঙ্কারিও ঘটে বেশি। যেমন, কেউ শ্বশুরবাড়ির সঙ্গে আড়ি করে আলাদা এলেন। তো কেউ নায়িকার বিচ্ছেদব্যথা ভোলাতে তার সঙ্গেই কাটিয়ে দিলেন সারা সময়।
অন্যদিকে মনে রাখার মতো ঘটনা, আন্তর্জাতিক তারকাকে বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রীর সঙ্গে গুলিয়ে ফেললেন সবাই! এমন সব কাণ্ড সত্যিই ঘটেছে অনন্তর বিয়েতে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সূত্র অনুযায়ী
কেলেঙ্কারি এক—বিয়েতে দেখা যায়, বচ্চন পরিবারে যে অশান্তি চলছে সেটা স্পষ্ট হয়ে ধরা দিয়েছে অনন্তর বিয়ের বাসরে। এ দিন স্ত্রী জয়া, মেয়ে শ্বেতা নন্দা, জামাই নিখিল নন্দা, ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হয়েছিলেন অমিতাভ। সারাক্ষণ একমাত্র জামাইকে আগলে রাখেন তিনি। এক ফ্রেমে ছবিও তুলেছেন সবাই।
তবে সেই ফ্রেমে নেই বচ্চনবধূ ঐশ্বরিয়া ও নাতনী আরাধ্যা। কিছুক্ষণ পর জমকালো সাজ-পোশাকে মেয়ে আরাধ্যাকে নিয়ে এলেন ঐশ্বরিয়া। মেয়ের সঙ্গেও ছবি তুললেন। এতেই নেটিজেনদের ধারণাই সত্য হলো— বচ্চন পরিবারের সঙ্গে বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার।
কেলেঙ্কারি দুই— বিচ্ছিন্ন হার্দিক পাণ্ড্য। একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন অনন্যা পাণ্ডেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে এ দিন অনন্যার সঙ্গে অনেকটা সময় দেখা যায় হার্দিককে। দুজনে একসঙ্গে নাচের ছন্দে পা-ও মেলান।
কেলেঙ্কারি তিন— বলিউড বলছে, অনন্তর বিয়ের সেরা অঘটন। গেল রাতে হাজির হন আন্তর্জাতিক তারকা কিম কার্দাশিয়ান এবং ক্লোয়ি কার্দাশিয়ান। কিমের সাজ প্রশংসা কুড়িয়েছে সবার। অন্যদিকে ক্লোয়ির সাজ দেখে বলিউড রাখি সাওয়ান্তের সঙ্গে গুলিয়ে ফেলেছেন নেটিজেনরা। ক্লোয়ির সাজের সঙ্গে রাখির সাজের হুবহু মিল। একই গয়না, পোশাক, রূপটান— এমনকি, চলন বলনের ভঙ্গিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।