তিনটি বিয়ে করেও মেটেনি সাধ, আবারও বিয়ের পিঁড়িতে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক : প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, ৯০ এর দশকে টলিউডে এরাই ছিলেন সেরা জুটি। প্রায় শ’ খানেকের বেশি ছবিতে একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারা। সেই সময় তাদের অনস্ক্রিন জুটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। পেশাগত সম্পর্কের বাইরে দুজনের ব্যক্তিগত সম্পর্কের রসায়নটাও নজরকাড়া। এবার নাকি তারাই বিয়ের পিঁড়িতে বসছেন!

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

উড়ো খবর নয়, ভুয়ো খবর নয়, প্রসেনজিৎ চ্যাটার্জী নিজেই ঋতুপর্ণার সঙ্গে তার বিয়ের খবর প্রচার করেছেন। এরই মধ্যে তিন তিনবার বিয়েও সেরে ফেলেছেন প্রসেনজিৎ। দেবশ্রী রায় অপর্ণা গুহ ঠাকুরতার পরে অর্পিতা চ্যাটার্জীর সঙ্গে সুখের সংসার ছিল প্রসেনজিতের। হঠাৎ কি হল যে অর্পিতাকে ছেড়ে আবার ‘প্রাক্তন’ ঋতুপর্ণার কাছেই ফিরে গেলেন প্রসেনজিৎ?

প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের খবরে টলিউড রীতিমত সরগরম। মহালয়ার দিন সোশ্যাল মিডিয়াতে বিয়ের খবরটা দিলেন প্রসেনজিত এবং ঋতুপর্ণা। একই সঙ্গে জানিয়ে দিলেন বিয়ের দিনটাও। যতদূর জানা যাচ্ছে, আগামী ২৫শে নভেম্বর প্রসেনজিৎ-ঋতুপর্ণার চার হাত এক হতে চলেছে। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবিনয় নিবেদন করে আমন্ত্রণপত্রও পাঠিয়েছেন প্রসেনজিৎ।

গত ১৪ ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনসডে’তে প্রসেনজিৎ ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়াতে আমন্ত্রণপত্র পোস্ট করে লিখেছিলেন, “সবিনয় নিবেদন মহাশয়/মহাশয়া, বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি- প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা”। খবর শুনে চমকে উঠেছিলেন ভক্তরা।

তবে সেই পোস্টে বিয়ের দিনটা জানানো হয়নি। এবার নতুন করে একটি পোস্ট করে বিয়ের দিনটা এবং বিয়ে সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন তারা। জানা গিয়েছে পাকা দেখা থেকে শুরু করে বিয়ে সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা এবং তার হাট্টিমাটিম টিম। বিয়ের ঘটকালীর দায়িত্বে নাকি রয়েছেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। মোহর এবং শর্মিষ্ঠা সামলাচ্ছেন বিয়ের বাদবাকি দায়-দায়িত্ব।

পরকিয়া প্রেমিকার সাথেই স্বামীকে বিয়ে দিলো স্ত্রী

কী ভাবছেন সত্যি সত্যিই এবার বিয়ের পিঁড়িতে বসবেন নাকি প্রসেনজিৎ-ঋতুপর্ণা? আদতে না, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এবারেও কেবল ছবির পর্দাতেই জুটি বাঁধতে চলেছেন। পুজোর পরেই মুক্তি পাচ্ছে তাদের নতুন ছবি। সেই ছবির প্রচারের জন্যই এতকিছু। ছবির নামটাই আসলে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। তবে ছবিতে নাকি ক্যামিও চরিত্রে থাকছেন তারা দুজনে। অভিনেতা ঋষভ বসু এবং ইপ্সিতা মুখার্জীও এই ছবিতে অভিনয় করছেন।