বিনোদন ডেস্ক : দর্শকদের বিনোদন দেওয়া এবং অবসর সময়টাতে আনন্দে কাটানোর জন্যই চলচ্চিত্র তৈরি করা হয়। যা দেখে দর্শক আনন্দের সঙ্গে কিছুটা সময় কাটানোর পাশাপাশি অনেক কিছু শিক্ষার্জনও করতে পারে।
এমন অনেক চলচ্চিত্র তৈরি করা হয় যা শুধুমাত্র মানুষকে হাসি, আনন্দ দেওয়ার জন্য। আবার কিছু চলচ্চিত্র তৈরি করা হয় দর্শকদের শিক্ষামূলক বার্তা দেওয়ার জন্য। আবার কিছু চলচ্চিত্র আছে, যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে, এককথায় বলতে গেলে ‘বিচিত্র’।
আসুন দেখে নিন তালিকা-
নো স্মোকিং (No Smoking) (হিন্দি)- ‘নো স্মোকিং’ ছবির গল্প আবর্তিত হয়েছে একজন ধূমপানে আসক্ত মানুষকে ঘিরে। তাকে সিগারেট খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এই জন্য তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে যান। সেখানে সে বাজেভাবে আটকা পড়ে। তাকে মুক্তি দিতে মোটা অঙ্কের চেকে সই করানো হয়। এমনকি পরিবারকে হত্যার হুমকিও দেওয়া হয়। এটি অনুরাগ কাশ্যপের একটি খুব অদ্ভুত ছবি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, পরেশ রাওয়াল এবং আয়েশা টাকিয়া।
কোঠানোদী (Kothanodi) (অসমীয়া)- ‘কোঠানোদী’ একটি খুব অদ্ভুত ধারণার উপর নির্মিত একটি চলচ্চিত্র। একজন সিজোফ্রেনিক মহিলা যে তার সৎ কন্যাকে ঘৃণা করে তাকে হত্যার পরিকল্পনা করে। একজন মা তার মেয়েকে ড্রাগনের সাথে বিয়ে দিতে যাচ্ছেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন ও সীমা বিশ্বাস। আরেকটি অদ্ভুত ধারণার ছবি ‘আমিস’-এর পরিচালক ভাস্কর হাজারিকা এই ছবিটি তৈরি করেছেন। এটি শ্রেষ্ঠ অসমীয়া চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছে।
AWE (তেলেগু)- AWE হল একটি তেলেগু ভাষার মনস্তাত্ত্বিক ক্রস ঘরানার চলচ্চিত্র। একজন মহিলা মাল্টিপল পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছেন। এই কারণে তাকে সব ধরনের সমস্যার সঙ্গে লড়াই করতে হয়। তিনি নিজেই সব চরিত্রে অভিনয় করেন। আর সেই চরিত্রগুলো তার নিজের জীবনেরই প্রতিচ্ছবি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিথ্যা মেনন, রেজিনা এবং কাজল আগরওয়াল। এটি পরিচালনা করেছেন প্রশান্ত ভার্মা। এটি সেরা ভিজ্যুয়াল ইফেক্ট এবং সেরা মেক-আপের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।