জুমবাংলা ডেস্ক : রাস্তার এ পার থেকে ও পারে চলে গিয়েছে। মাথা-মুখ কোনওটাই দেখা যাচ্ছে না। প্রায় ১৫ ফুটের একটি রাস্তা পারাপার করতে দেখা গেল ৩০ ফুটের অজগরকে। লোকালয়ে বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায় ওড়িশার নবরংপুর জেলার কাঠিগুড়ায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাঠিগুড়ার জওহর নবোদয় বিদ্যালয়ের কাছে রাস্তা পারাপার করতে দেখা যায় বিশাল আকারের অজগরটিকে।
সাপটিকে দেখার পরই স্থানীরা বন দফতরে খবর দেন। সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তাঁরা। কিন্তু লোকালয়ে এই বিশালাকায় সাপ কী করে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক বনকর্মী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় আগে কখনও অজগরের দেখা মেলেনি। তাই হঠাৎ এলাকায় বিশালাকায় সাপের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। সুত্র: আনন্দবাজার।
A Giant snake of 25 -30 ft was spotted while crossing the main road at Khatiguda area of Odisha's Nabrangpur District on Friday Night.#snake #Roadies @aajtak @IndiaToday pic.twitter.com/aczlPG33tp
— Mohammad Suffian (@iamsuffian) April 9, 2022
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।