বিনোদন ডেস্ক : শুক্রবার সারাদেশের ৩০টির অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন।
জানা গেছে, ঢাকাসহ সারাদেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরের সপ্তাহ থেকে সিনেমা হল বাড়তে পারে বলে জানা যায়। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান প্রকাশ পেয়েছে। গানগুলো সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করেছে।
প্রযোজক অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন বলেন, ‘প্রযোজক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল। চলচ্চিত্রে ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ করতেই প্রযোজক হিসেব আসা।’
ডিপজল অভিনীত নতুন সিনেমা ‘ঘর ভাঙা সংসার’ নিয়ে আনোয়ার বলেন, আবহমান গ্রাম বাংলা ও শহরের মানুষের জীবনের কথা বলবে এই সিনেমা। দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে যে আত্মত্যাগ সেটিই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। দর্শকেরা সিনেমাটি একবার দেখলে আবারও দেখবেন, এমনটাই বিশ্বাস আমার।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায় ডিপজল ছাড়াও আরও অভিনয় করেছেন আঁচল আঁখি, শিরিন শিলা, মিশা সওদাগরসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।