Advertisement
অন্যরকম খবর ডেস্ক : বাসিন্দাদের আকৃষ্ট করতে লোভনীয় অফার নিয়ে হাজির ইতালির কিছু ছোট শহর। সারা বিশ্বের কাছে আবেদন করেছেন সেখানে গিয়ে বসবাসের জন্য।
ইতালির পাগলিয়া প্রদেশের প্রেসিক্কে শহরে গিয়ে থাকলে ৩০ হাজার ইউরো দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য৷ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা। এই অর্থে শহরে বাড়ি তৈরি করার জন্য বলা হচ্ছে।
স্থানীয় কাউন্সিলর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই শহরের ঐতিহাসিক কেন্দ্রে ১৯৯১ সালের আগে তৈরি অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে৷ সেগুলিতে তাঁরা নতুন বাসিন্দাদের নতুন সংসার দেখতে চান। প্রাচীন শহরে ইতিহাস, স্থাপত্য ও শিল্পের এই নিদর্শনগুলি শূন্য দেখতে ভাল লাগে না জানালেন স্থানীয় প্রশাসক।
আগ্রহী বাসিন্দাদের আকর্ষণ করতে অর্থের ব্যবস্থা রাখা হয়েছে৷
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।