Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ১০টা বা ২০টা নয়, একটাই সিঙারা খেতে হবে। তাও আধ ঘণ্টায়। তা হলেই ৫১ হাজার টাকা পুরস্কার। যেমন তেমন সিঙারা নয়। ৮ কেজি ওজনের সিঙারা। দাম ১১০০ টাকা। আর সেটাই খেতে হবে মাত্র আধ ঘণ্টায়।
উত্তরপ্রদেশের মেরটের একটি মিষ্টির দোকান সিঙারা খেয়ে ৫১ হাজার টাকা পুরস্কার জেতার সুযোগ দিচ্ছে। এই সিঙারার ছবি, ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আলু, মটর, পনির তো রয়েছে, সেউসঙ্গে সিঙারাতে রয়েছে ড্রাইফ্রুট। গোটা সিঙারা খেতে হবে আধ ঘণ্টায়। তা হলেই ৫১ হাজার টাকা পুরস্কার।
বাহুবলি সিঙারা নাম দেওয়া হয়েছে এটির। এর আগে ওই দোকানদার চার কেজি ওজনের সিঙারা বানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।