বিনোদন ডেস্ক : ক্যানসার কেড়ে নিল প্রাণ। মাত্র ৩০ বছর বয়সেই মৃত্যু হল অভিনেতা কিশোর দাসের। দীর্ঘদিন ধরেই ব্লাড ক্যানসারে ভুগছিলেন অভিনেতা। তবে সম্প্রতি করোনায় আক্রান্ত হন তিনি। তারপরই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয় বলে জানা যাচ্ছে।
কিশোর দাস অসমের একজন জনপ্রিয় তরুণ অভিনেতাদের মধ্যে একজন। বহুদিন ধরে অসমেই তাঁর ব্লাড ক্যানাসারের চিকিৎসা চলছিল। তবে পরিস্থিতি জটিল হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে চেন্নাই-এর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অভিনেতাকে।
চেন্নাইয়ের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিশোর। কিছুদিন আগেও অসমের একটি হাসপাতাল থেকে ছবি পোস্ট করেছিলেন কিশোর দাস। জানিয়েছিলেন, তাঁর চতুর্থ কেমোথেরাপি চলছে।
সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় অসমের অভিনেতা কিশোর দাস। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা প্রায় দু’লক্ষ ছুঁইছুঁই। তাঁর মৃত্যুর খবরে অনুগামীরা ইনস্টা পোস্টের নিচে কিশোরের আত্মার শান্তি কামনা করে কমেন্ট করেছেন।
প্রসঙ্গত, ‘বৃন্দাবন’, ‘দাদা তুমি দুষ্টু বড়’, ‘প্রেম বন্ধকি’ সহ বেশকিছু অসমীয়া ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কিশোর দাস। কাজ করেছেন ৩০০ টিরও বেশি মিউজিক ভিডিয়োতে। অসমীয়া ধারাবাহিকেও দেখা গেছে তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।