ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এই নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করায় তাঁর নামে জমা দেওয়া ৩টি মনোনয়নপত্রের কার্যক্রম যাচাই-বাছাই ছাড়াই সমাপ্ত ঘোষণা করেছে ইসি। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে, তাদের আগামী ৫ থেকে ৮ জানুয়ারির মধ্যে ইসিতে আপিল করার সুযোগ রয়েছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, শনিবার সকালে যাচাই-বাছাই শেষে বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে দাখিল করা অন্য দুই প্রার্থীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজন এবং হবিগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াসহ পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
তবে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা জানান, মনোনয়নপত্রে স্বাক্ষরে গড়মিল থাকায় চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ সময় তার মনোনয়ন প্রস্তাবকারী সালাউদ্দিন খোরশেদকে আটক করা হয়।
দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। মাগুরা-২ আসনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ ছাড়া হলফনামায় তথ্য গোপন ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে খুলনা-৪ আসনে একজন, গোপালগঞ্জের দুটি আসনে ১০ জন, চাঁদপুরের তিনটি আসনে ১০ জন, রংপুরে দুজন, গাজীপুরের তিনটি আসনে ১২ জন, বাগেরহাটের চারটি আসনে ৫ জন, মেহেরপুরের দুটি আসনে ৫ জন এবং জয়পুরহাটের দুটি আসনে ৭ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
কিশোরগঞ্জের তিনটি আসনে ১০ জন, লক্ষ্মীপুরে ১১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


