গাজীপুরে ৩০০ গ্রাম ওজনের শিলা

shila

জুমবাংলা ডেস্ক : বাবুল মিয়া নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শনিবার (২৩ মার্চ) রাতে শিলাবৃষ্টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, রাতে ব্যাপক শিলা বৃষ্টিসহ ঝড়ো বাতাস বয়ে গেছে। ৮০ দশকের পর এই প্রথম দেখেছি ৩০০ গ্রাম ওজনের শিলা। একটা তাণ্ডব চালিয়ে গেছে এ বৃষ্টি।

shila

বাবুল মিয়া গাজীপুরের জয়দেবপুরে নীলেরপাড়া গ্রামের বাসিন্দা।

গাজীপুরের কয়েকটি এলাকায় শনিবার সন্ধ্যার পর বজ্রসহ মুষলধারে শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বেশ বড় আকৃতির শিলা পড়তে দেখা গেছে।

চৈত্রের এ বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও আতঙ্কে ছিলেন পথচারীরা। গাজীপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে টিনের ঘরের চাল, সড়কে গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ ছাড়া, একাধিক স্থানে গাছ ও সড়কের ওপর তোরণ ভেঙে পড়ে থাকতেও দেখা গেছে।

গাজীপুর, শ্রীপুর, মাওনার স্থানীয় কৃষকরা জানান, ধানে নতুন ফুল এসেছে। এ বৃষ্টিতে ফুলের কিছুটা ক্ষতি হয়েছে। তবে ফসলি জমিতে দুই-চার দিন সেচ লাগবে না।

হিন্দু হয়েও রমজানে রোজা রাখেন, দেখভাল করেন মসজিদ

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গতরাতে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে কি না, তা জানার জন্য জেলার সব উপজেলা কৃষি অফিসারের কাছে তথ্য চাওয়া হয়েছে।