টেইলর সুইফটের লাইভে তিন লাখ শ্রোতা

বিনোদন ডেস্ক : শেষ হয়েছে পপ তারকা টেইলর সুইফটের দীর্ঘ কনসার্ট ট্যুর ‘ইরাস’। রবিবার কানাডার ভ্যানকুভারে তিনটি শোয়ের মধ্য দিয়ে তার এ দীর্ঘ সফরের ইতি টানেন। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুইফটের ইরাস ট্যুরের শেষ শো দেখার জন্য বিশ্বের প্রায় ৩ লাখ ভক্ত-অনুরাগী লাইভে যুক্ত হয়েছিলেন।

গত বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নিজের ষষ্ঠ কনসার্ট ট্যুর শুরু করেছিলেন এ তারকা সংগীতশিল্পী। এরপর এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা ঘুরে কানাডার ভ্যানকুভারে এ ট্যুর শেষ করেন তিনি।

সুইফট তার এই সফরকে ‘সারা জীবনের অ্যাডভেঞ্চার’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘সবার পক্ষ থেকে আমি শুধু বলতে চাই, আপনারা আমাদের যে মুহূর্তটি উপহার দিয়েছেন তা আমরা কখনোই ভুলব না।’

সুইফট আরও বলেন, ‘এটি আমার পুরো জীবনে করা সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জিং কাজ ছিল। আমরা এই সফরে ১০ মিলিয়নেরও বেশি লোকের জন্য পারফর্ম করেছি এবং আজ রাতে আমরা সুন্দর ভ্যানকুভারে আপনাদের জন্য একটি শেষ শো করতে যাচ্ছি।’

সুইফটের এই সফরে আয়ের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে বাণিজ্য পত্রিকা পোলস্টারের মতে, এই সফরে আয়ের পরিমাণ ২ বিলিয়ন ডলারেরও বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল ট্যুর হয়ে উঠেছে।