
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 30Mbps Internet সংযোগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
এর ফলে আরও .৯ জিবিপিএস ব্যান্ডউইথের ব্যবহার বাড়বে রাষ্ট্রীয় এ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের। সূত্রমতে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোগ দিতে এ সংক্রান্ত একটি চাহিদাপত্র বিটিসিএলকে দেওয়া হয়েছে।
এ নিয়ে এক পোস্টে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, এ সংযোগ উপজেলা স্তরে চিকিৎসায় ব্যাপক সহায়তা করবে।
এর আগে ৮০টি উপজেলা চক্ষু ক্লিনিকে বিটিসিএল ডিজিটাল সংযোগ দিয়েছে যেখানে টেলিমেডিসিন চলছে। অন্যদিকে এখনই বিটিসিএল ৪৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইথ ব্যবহার করছে আর প্রতিদিন তা বাড়ছে।
প্রসঙ্গত গত ১১ মার্চ টেলিমেডিসিন প্রযুক্তি ব্যবহার করে চোখের রোগীদের সেবা দিতে দেশের ২০ জেলার ৭০টি কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রমের উদ্বেধান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিটিসিএল-এর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগে এরপর দেশজুড়ে একে এক মোট ১০৯টি উপজেলায় চালু হয় কমিউনিটি ভিশন সেন্টার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



