জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদের লড়াইয়ে নাটকীয়তার অবসান ঘটিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম।

অর্থনীতি ও ইতিহাসের মতো বড় বিভাগ গুলোতে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ছাত্রদলের প্রার্থী একেএম রাকিবের চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে। সর্বশেষ ৩১টি কেন্দ্রের ফলাফল শেষে ভিপি, জিএস এবং এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদেই এখন বড় লিড ধরে রেখেছে শিবিরের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণার পর এই চিত্র উঠে আসে।
৩১টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৪ হাজার ৩১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩ হাজার ৬৬২ ভোট। ফলে রিয়াজুল ইসলাম বর্তমানে ৬৫৭ ভোটে এগিয়ে রয়েছেন।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ৪ হাজার ২২১ ভোট পেয়ে তার বিজয় প্রায় নিশ্চিত করার পথে এগুচ্ছেন।
এজিএস পদে শিবিরের প্রার্থী মাসুদ রানা ৩ হাজার ৮৭২ ভোট পেয়ে এগিয়ে আছেন। ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল ৩ হাজার ১৮২ ভোট পেয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান এখন ৬৯০।
সর্বশেষ ঘোষিত ২৯তম কেন্দ্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ১৬৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হন, যেখানে রাকিব পান ১৪৭ ভোট। এই বিভাগে এজিএস পদে মাসুদ রানা (১৫৮) ছাত্রদলের তানজিলের ৫৫ বেশি ভোট পান।
৩০তম কেন্দ্র পদার্থ বিভাগে রিয়াজুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে রাকিবের চেয়ে ৩৭ ভোটে এগিয়ে থেকে নিজের লিড আরও বৃদ্ধি করেন এবং ৩১ তম কেন্দ্র হিসাবে আইন বিভাগে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পান ২৮৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব পান ১২০ ভোট। যেখানে রিয়াজুল বেশি পান ১৬৯ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


