জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনে ৩২টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ।
রবিবার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত চিঠি দিয়েছে দলটি।
দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ২৯৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন প্রার্থীরা। যাচাই বাছাইয়ে পাঁচটি বাতিল হয়। এখন দলের বৈধ প্রার্থী ২৯৩ জন।
তিনি আরও জানান, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মিত্ররা জোট হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৬টি আসন ১৪ দলকে ছেড়ে দেয়া হয়েছে। এই ছয় আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করেছি।
এছাড়া জাতীয় পার্টির সঙ্গে ২৬টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান তিনি।
চূড়ান্তভাবে ২৬৩ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিপ্লব বড়ুয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।