জুমবাংলা ডেস্ক : ধানমণ্ডি ৩২ নম্বরে পরপর একজন পুরুষ ও একজন নারী এসে জয়বাংলা স্লোগান দিয়েছেন। এসময় তাদের ঘিরে ছাত্র-জনতার মদ্যে উত্তেজনা তৈরি হয়।
শেখ হাসিনার অনলাইনে ভাষণকে কেন্দ্র করে বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দেওয়া হয়। এর পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি।
এদিকে এদিন বেলা ১১টার দিকে একজন নারী ও একজন পুরুষ সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার তোপের মুখে পড়লে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, ৩২ নম্বরে প্রথমে একজন পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় উত্তেজিত ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে। তাকে মারধরও করা হয়। তাৎক্ষণিকভাবে উপস্থিত অনেকে তাকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করেন। পরে পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিয়ে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।
Realme Narzo 70 Turbo 5G: ১২ জিবি র্যামের সেরা ফোনে বিশাল ছাড়
এর পর এক নারী সেখানে উপস্থিত হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান দিলে আবার উত্তেজিত হয়ে ওঠে ছাত্র-জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।