আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে ফাঁসিতে ঝুলিয়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১৬ সালে দেশটির রাজধানী বাগদাদে এক গাড়ি বোমা হামলায় ৩২০ জনের বেশি লোক নিহত ও শতাধিক আহত হয়েছিল। এ হামলায় জড়িত থাকার দায়ে তাদের ফাঁসি কার্যকর হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালের ৩ জুলাই এ হামলার ঘটনা ঘটে। সেইসময় বাগদাদের মানুষ পবিত্র রমজান মাসে আসন্ন ঈদের প্রস্তুতি নিচ্ছিল।
এই হামলার দায় স্বীকার করেছিল আইএস। দেশটিতে আইএসকে পরাজিত করলেও এখনো সক্রিয় আছে এ সন্ত্রাসী গোষ্ঠী।
দেশটির প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির কার্যালয় জানিয়েছে, গত রোববার বা সোমবার অভিযুক্তদের ফাঁসি কার্যকর করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ইরাকি সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, এই হামলার মূল হোতা আটক গাজওয়ান আল-যাওবিও মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজনের মধ্যে ছিলেন।
২০১৬ সালের ৩ জুলাই দেশটির কারাদায় লোকে লোকারণ্য শপিং সেন্টারে বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে হামলা চালানো হয়েছিল। দেশটির রাজধানীতে এটি ছিল শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।