দাবানলে পর্তুগাল ও স্পেনে ৩২২ জনের প্রাণহানি

পর্তুগাল ও স্পেনে ভয়াবহ দাবানল

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম ইউরোপে গত শুক্রবার পঞ্চম দিনের মতো বয়ে যায় তীব্র দাবদাহ। চরম শুষ্ক আবহাওয়ার মধ্যে সৃষ্ট দাবানলে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ। চলতি দাবদাহে স্পেন ও পর্তুগালে অন্তত ৩২২ জনের মৃত্যু হয়েছে।
পর্তুগাল ও স্পেনে ভয়াবহ দাবানল
কার্লোস হেলথ থ্রি ইনস্টিটিউট বলছে, গত শুক্রবার পর্যন্ত স্পেনে ৮৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় ২৩৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে চলমান দাবানল মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

এদিকে যুক্তরাজ্যে তাপমাত্রার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং আয়ারল্যান্ডেও দক্ষিণ-পশ্চিম ইউরোপের মতো তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় গত বৃহস্পতিবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের জন্য সর্বোচ্চ। গত শুক্রবার চারটি বড় ধরনের দাবানল নেভাতে দুই হাজারের বেশি দমকলকর্মী কাজ করেছেন।

এর মধ্যেই পুনরায় লাল সতর্কতা জারি করা হয়। এদিকে পর্তুগালের সিভিল ডিফেন্স জানায়, উত্তর পর্তুগালের ব্রাগানকা অঞ্চলে দাবানল নেভানোর সময় গত শুক্রবার বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, দাবানলে প্রায় ৬০ জন আহত হয়েছে। প্রায় ৯০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি বছর দাবানলে পর্তুগালে ৩০ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে। ২০১৭ সালের ভয়ংকর গ্রীষ্মকালের পর এবারই সবচেয়ে বেশি ভূমি পোড়ার ঘটনা ঘটল।

প্রতিবেশী স্পেনের একস্ত্রেমাদুরা অঞ্চলের মনফ্রাগ ন্যাশনাল পার্কে গত বৃহস্পতিবার দাবানলের সৃষ্টি হয়। দেশটির কর্তৃপক্ষ বলছে, প্রায় ২০টির মতো দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত বছরের আগস্টে দেশটিতে সর্বোচ্চ ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে গত মঙ্গলবার থেকে দাবানলে প্রায় সাত হাজার ৭০০ হেক্টর ভূমি পুড়ে গেছে। এর জেরে ১১ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার এই অঞ্চলে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং আগামী সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন উত্তর আফ্রিকার মরক্কোতে দাবানলে একজনের মৃত্যু হয়েছে । উত্তর-পশ্চিম মরক্কোর বেশ কয়েকটি গ্রাম থেকে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া সংস্থা এর ইতিহাসে প্রথমবারের মতো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ‘লাল চরম’ তাপমাত্রার অর্থ হচ্ছে জীবনের ঝুঁকি আছে এবং লোকজনের দৈনন্দিন জীবনযাপনের রুটিন পরিবর্তন করতে হবে। সংস্থাটি বলছে, আগামী সোম ও মঙ্গলবার তাপমাত্রা প্রথমবারের মতো ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছার ৫০ শতাংশ আশঙ্কা রয়েছে। দেশটির সর্বোচ্চ তাপমাত্রা (৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রমের আশঙ্কা রয়েছে ৮০ শতাংশ।

এদিকে ব্যতিক্রমী আবহাওয়ার কারণে তিন দিনের জন্য সতর্কতা জারি করেছে আয়ারল্যান্ডের আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলছে, সোমবার তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার আশঙ্কা আছে। এর আগে ১৮৮৭ সালে দেশটিতে সর্বোচ্চ ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

বেলজিয়ামেও আগামী সপ্তাহে উচ্চ তাপমাত্রার আশঙ্কা করা হচ্ছে। আগামী মঙ্গলবার দেশটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। সূত্র : এএফপি, আনাদোলু

ইউরোপে ভয়াবহ দাবানল, বাড়ি ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ