জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড় মাছ। পরে মাছটি ৪০ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস। মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাছটি কেটে খুচরা বিক্রি করেন ওই মাছ ব্যবসায়ী। মাছ ব্যবসায়ী অনন্ত বিশ্বাস বলেন, ‘আমি নদ-নদীতে বড় মাছ ধরার খবর পেলে কিনে তা বাজারে বিক্রি করি। আজ শনিবার বিকেলে ভুরুঙ্গামারী দুধকুমার নদে বড় বাঘাইড় মাছ ধরা পড়ার খবর পেয়ে সেটি ৪০ হাজার টাকা দিয়ে কিনি। পরে কেজি প্রতি ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি করি।’
স্থানীয় কবির হোসেন জানান, এ রকম মাছ সাধারণত ধরা পড়ে না। তবে ধরা পড়লে ভালো দাম পান জেলেরা।
মাছটি দেখতে আসা মাসুদ মিয়া জানান, এত বড় বাঘাইড় মাছ এর আগে দেখেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।