আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদিনের মতোই ময়লা কাপড় আর অন্যান্য জিনিসপত্র নিতে ডাস্টবিনে ঢু মেরেছিলেন সালমান শেখ। কিন্তু এবার তাকিয়ে দেখেন, একটি ব্যাগ পড়ে আছে। তা খুলে তাজ্জব বনে যান তিনি। ওই ব্যাগে ছিল ডলারের বান্ডিল!
ভারতের বেঙ্গালুরুতে গত ১ নভেম্বর এই ঘটনা ঘটে। ওই ব্যাগে ডলারের ২৩টি বান্ডিল ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২৫ কোটি রুপি (প্রায় ৩৩ কোটি টাকা)।
এই ডলার পাওয়ার পর তা নিজের কাছে রেখে দেন সালমান শেখ। পরে তাঁর বস বাপ্পার কাছে নিয়ে যান। ওই বস স্থানীয় সমাজকর্মী কালি মোল্লার কাছে নিয়ে যান, যিনি পরে পুলিশ কমিশনারকে ব্যাপারটি জানান।
এর পর পুলিশ কমিশনার তাদের সবাইকে ডাকেন। পরে ঘটনার তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলো কোনো গ্যাং ফেলে রেখে গেছে। পরে আর পায়নি। এতে বিশেষ রাসায়নিক যুক্ত রয়েছে। তবে ডলার আসল কিনা–তা জানতে ব্যাংকে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।