শখের বশে মানুষ অনেক কিছুই করে। তবে সেই শখ যদি হয় ব্যতিক্রমী, তাহলে তা কৌতূহলের জন্ম দেয়। ঠিক এমনই এক ব্যতিক্রমী শখের কারণে দিনাজপুরের ফুলবাড়ীর অরুন কুমার সরকার (৪০) ৩৩ বছর ধরে বাম হাতের নখ কাটেননি। ফলে এলাকাজুড়ে তিনি হয়ে উঠেছেন দর্শনীয় ব্যক্তি।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অরুন। বাবা রবীন্দ্রনাথ সরকার অবসরপ্রাপ্ত শিক্ষক। ১৯৯৩ সালে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় কৌতূহলবশত নখ না কেটে বড় করতে থাকেন অরুন। ধীরে ধীরে সেই নখের প্রতি মায়া জন্মে যায় এবং শুরু হয় দীর্ঘ নখ রাখার যাত্রা।
বর্তমানে তার বাঁ হাতের আঙুলগুলোর নখের দৈর্ঘ্য
অনামিকা: ১৫ ইঞ্চি
কনিষ্ঠা: ১৩ ইঞ্চি
মধ্যমা: ১১ ইঞ্চি
তর্জনী: ২ ইঞ্চি
বৃদ্ধাঙ্গুল: দেড় ইঞ্চি
নখ দেখতেই ভিড় করেন দর্শনার্থীরা
অরুনের লম্বা নখ দেখতে প্রতিদিন আশপাশের এলাকা থেকে লোকজন ভিড় করেন। অনেকে ছবি তুলে নিয়ে যান স্মৃতিস্বরূপ।
প্রতিবেশী মাসুদ রানা, রেজাউল করিম ও পার্থ মণ্ডল বলেন, ‘অরুন বহু বছর ধরে নখ রেখে আসছেন। দেখতে সুন্দর লাগে। এটা সবার পক্ষে সম্ভব নয়, অনেক ধৈর্য আর সাধনার ব্যাপার।’
অরুন জানান, প্রথম দিকে পরিবার আপত্তি জানালেও পরে মেনে নিয়েছেন। ২০০৩ সালে বিয়ে করেন তিনি। বর্তমানে দুই সন্তানের জনক এবং ‘কান্না ডিজিটাল ফটো স্টুডিও’ নামে একটি দোকান পরিচালনা করছেন। তার দাবি, দীর্ঘ নখ কোনো কাজের ক্ষেত্রেই অসুবিধা তৈরি করে না।
তিনি বলেন, নখের প্রতি আমার ভালোবাসা এমন যে কাটার কথা ভাবতেই পারি না। যদি ভেঙে যায়, খুব কষ্ট পাই।
হঠাৎ চোখের পাতা লাফাচ্ছে? হতে পারে এই ৭টি স্বাস্থ্য সমস্যার লক্ষণ!
স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর বলেন, “দীর্ঘদিন নখ না কাটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে ময়লা জমে সংক্রমণ হতে পারে এবং নখ উঁচু হয়ে আঙুলের ক্ষতিও করতে পারে। এ ধরনের শখ থেকে বিরত থাকাই ভালো।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।