আমেরিকার ফ্লোরিডায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৩৩ বছরের পুত্রবধূর সঙ্গে দীর্ঘ দুই বছর গোপন প্রেমের পর খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ৬২ বছরের এক শ্বশুরের বিরুদ্ধে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মার্ক গিবন নামের ওই ব্যক্তি ২০২১ সালে নিজের পুত্রবধূ জেসমিন ওয়াইল্ডের সঙ্গে সম্পর্ক শুরু করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর মার্কের ছেলে অ্যালেক্স এবং জেসমিনের বিচ্ছেদ ঘটে। বৌমার জন্য স্ত্রীকেও ত্যাগ করেন মার্ক।
প্রথমে গোপনেই চলছিল শ্বশুর-বৌমার প্রেম। পরিবারের বেশিরভাগ সদস্য বিষয়টি জানতেন না, তবে অ্যালেক্স বিষয়টি টের পেয়ে যান। এরপর থেকেই পিতা-পুত্রের সম্পর্কে দূরত্ব তৈরি হয়, এমনকি এক পর্যায়ে মার্কের অভিযোগে অ্যালেক্সকে জেলেও যেতে হয়।
সম্প্রতি মার্ক ও জেসমিন, জেসমিনের ৯ বছরের মেয়েকে নিয়ে ডিজনি ওয়ার্ল্ডের কাছে একটি রিসর্টে ঘুরতে যান। সেখানে জেসমিন জানতে পারেন, মার্কের ইচ্ছাপত্রে (উইল) তার নাম নেই। এ নিয়েই সুইমিং পুলের ধারে তর্ক শুরু হয়। অভিযোগ, মদ্যপ অবস্থায় মার্ক জেসমিনকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেন। জেসমিনের মেয়ে বাধা দিতে এলে তাকেও ধাক্কা দেন মার্ক।
জেসমিন চিৎকার করলে ঘটনাস্থলে থাকা দুই মহিলা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মার্ককে গ্রেফতার করে। খুনের চেষ্টার অভিযোগে আটক মার্ক নাকি নিজের দোষ স্বীকারও করেছেন। তদন্তে নেমে পুলিশ শ্বশুর-বৌমার গোপন সম্পর্কের বিষয়টিও নিশ্চিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।