জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে মাথা গোঁজার ঠাঁই পাবেন দেড় লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার ২৬ এপ্রিল এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী । তৃতীয় দফায় ঘর দেয়া হচ্ছে ৩২ হাজার ৯০৪ পরিবারকে।এ লক্ষ্যে চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণ কাজ। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ এপ্রিল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ৩২,৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করবেন। এ উপলক্ষ্যে রোববার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া সংবাদ সম্মেলনে বলেন, আরও প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ঘর নির্মাণ করতে পারলে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না। খাস জমির পাশাপাশি সরকার নিজে জমি কিনে এসব ঘর নির্মাণ করে উপহার হিসেবে দিচ্ছে। এই প্রকল্প নির্মাণে প্রায় ৩ হাজার কোটি টাকার ৫ হাজার ৫শ’ একর জমি দখলমুক্ত করে ভূমিহীনদের জন্য ঠিকানা নির্মাণ করে দেয়া হয়েছে, যা পৃথিবীর অন্যতম এক নজির।তিনি আরও জানান, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় করা হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা।
এর আগে, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালের ২৩ জানুয়ারি প্রথম দফায় ৬৬ হাজার গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরেরই ২০ জুন দ্বিতীয় দফায় আরও ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়া হয়। উপহারের ঘরের প্রতিটিতে রয়েছে দুটি করে শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও একটি লম্বা বারান্দা। ঘরের নকশা পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।