আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ৩৪ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফ্রান্সের নেওয়া উদ্যোগের পাল্টা ব্যবস্থাস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারকৃত ফরাসি কূটনীতিকদের আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ত্যাগ করতে হবে।
গত এপ্রিলে ফ্রান্স ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। ওই সময় ইউরোপীয় দেশগুলোতে ৩০০ এর বেশি রুশ কূটনীতিক বহিষ্কার করা হয়। এর পরের মাসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও ৬ রুশ কূটনীতিককে পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে।
সূত্র: বিবিসি
ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা আটকে দিয়েছে তুরস্ক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।