জুমবাংলা ডেস্ক : প্রায় ৩৪ বছর আগে পুলিশের কনস্টেবল পদে হারানো চাকরি ফিরে পেতে চাইছেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের আলী হোসেন হাওলাদার। গত সোমবার এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে লিখিত আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে বলা হয়, আলী হোসেন ১৯৯০ সালে চট্টগ্রাম বন্দর থানাধীন নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ১৯৯০ সালের ৫ মে চট্টগ্রামের কর্ণফুলি নদীতে জাহাজ থেকে অবৈধ বেনসন সিগারেট ও হুইস্কির চালান নামিয়ে একটি ট্রাকে করে পাচারের সময় তা জব্দ করেন আলী হোসেন। পরে অবৈধ ওই মালামালের চালানসহ ৪ জনকে আটক করে বন্দর থানায় সোপর্দ করেন তিনি। কিন্তু অজ্ঞাত কারণে তৎকালীন ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে তিরস্কার করেন এবং আটক ৪ জনসহ জব্দ চালান ছেড়ে দেন।
ওই বছরের ৫ জুন গভীর রাতে চট্টগ্রাম বন্দর এলাকার মেরিন ওয়ার্কশপে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আটক ৩ জনকে চুরি হওয়া মালামালসহ ওয়ার্কশপের প্রহরীরা হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে। ৬ জুন এ বিষয়ে বন্দর থানায় মামলা হয়। ওইদিন আসামিদের আদালত থেকে রিমান্ড মঞ্জুর করে আবার থানায় নিয়ে আসা হয়। ৬ জুন গভীর রাতে আসামিরা থানা-হাজত থেকে কৌশলে পালিয়ে যায়।
থানা-হাজত থেকে আসামি পালানোর ঘটনার তদন্ত শেষে ১৬ জুন থানায় মামলা হয়। এ সময় ষড়যন্ত্রমূলকভাবে আলী হোসেন ও আব্দুল হান্নান নামে অপর এক কনস্টেবলকে ঘটনার সঙ্গে জড়িত দেখিয়ে দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই দিনে (১৯৯০ সালের ১৬ জুন) থানায় দায়ের করা দুই পৃথক মামলায়ও আলী হোসেনকে আসামি করা হয়। বিভাগীয় মামলায় একই বছরের ২৯ আগস্ট চাকরিচ্যুত হন আলী হোসেন। নিয়মিত দুটি মামলার আসামি হওয়ায় আলী হোসেন তখন চাকরিতে পুনর্বহালের আবেদন করতে পারেননি। পরবর্তীতে আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় ১৯৯৪ সালের ৩০ মে চাকরি ফিরে পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। ওই আবেদনের সাড়ে ৩০ বছর পেরিয়ে গেলেও তিনি চাকরি ফিরে পাননি।
আবেদনকারী আলী হোসেন হাওলাদার বলেন, চোরাচালানের মাল জব্দ ধরায় পুলিশ কর্মকর্তাদের রোষানলে পড়েন তিনি। ষড়যন্ত্রমূলকভাবে তাকে দুটি মামলায় আসামি করে অন্যায়ভাবে চাকরীচ্যুত করা হয়েছিল। চাকরি হারিয়ে তাকে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করতে হয়েছে। বিগত রাজনৈতিক সরকারগুলোর আমলে তিনি ন্যায় বিচার পাননি। ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ন্যায় বিচারের মাধ্যমে তিনি চাকরি ফিরে পাবেন এ প্রত্যাশায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেছেন।
সূত্র ও ছবি : ঢাকা ট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।