অন্যরকম খবর ডেস্ক : ছোটবেলায় আমাদের প্রায় সবারই পড়াশোনার হাতেখড়ি হয়েছে পেন্সিল দিয়ে। এই পেন্সিল দিয়ে লিখতে লিখতে এক সময় হাত ব্যথা হয়ে যেত। তবুও লিখতাম, ছবি আঁকতাম। অনেক লেখালেখি কিংবা ছবি আঁকার পড়েও একটি পেন্সিল শেষ হতো না। গবেষণায় জানা যায় একটি পেন্সিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা সম্ভব। এমনকি একটি পেন্সিল দিয়ে দাগ টেনে একটানা ৩৫ মাইল পর্যন্ত চলে যাওয়া সম্ভব।
আমাদের দেশে তো বটেই বিশ্বের প্রায় সব দেশেই পেন্সিলের ব্যবহার রয়েছে। তা শুধু ছোটদের মধ্যেই সীমাবদ্ধ নয়, বড়রাও লেখার কাজে ব্যবহার করেন পেন্সিল। যুক্তরাষ্ট্রে প্রতিবছর ২০০ কোটি পেন্সিল ব্যবহার করা হয়। আমাদের দেশের সঠিক পরিসংখ্যান জানা না থাকলেও ব্যবহারকারীর পরিমাণ কম নয়।
ইমিগ্রেশন সুবিধা দেবে পাসপোর্ট ছাড়াই সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর
তবে ছোটবেলায় আমি যেই সমস্যায় সবচেয়ে বেশি পরতাম তা হলো পেন্সিলের ক্যাটাগরি নিয়ে। ছবি আঁকা বা লেখার জন্য পেন্সিলের ছিল আলাদা ধরন। কোনোটার শীষ নরম, কোনোটার শক্ত। আবার কোনোটা দিয়ে দাগ টানলে কালোর ঘনত্ব বেশি , কোনোটায় উঠে হালকা দাগ। এছাড়াও কিছু পেন্সিলে লেখা হয় সুন্দর, মসৃণ কোনোটায় হয় খসখসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।