আন্তর্জাতিক ডেস্ক : বাজেয়াপ্ত জাটকা ইলিশ নিলামের ঘটনায় ব্যাপক দুর্নীতি করেছেন মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা—এমন অভিযোগ এনে রাস্তায় প্রতিবাদে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা। ইতোমধ্যে তারা অভিযোগ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা পিয়াল সরদারের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দেন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
তবে পিয়াল সরদারের দাবি, দুর্নীতি নয়, ভুলে এমন হতে পারে।
মৎস্যজীবীদের সংগঠনের নেতা জয়দেব হালদার বলেন, গত ২৯ জুলাই ফ্রেজারগঞ্জ থেকে ২ ট্রাক থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ আটক করে মৎস্য অধিদপ্তর। পরদিন সেই মাছ নিলাম হয় প্রায় ৩৪ লাখ ৬০ হাজার টাকায়। কিন্তু সরকারি খাতায় মাত্র ৫০ হাজার টাকার নিলাম হয়েছে বলে দেখানো হয়। বাকি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন পিয়াল সরদার। এ মর্মে সংগঠনের তরফে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়েছে।
দক্ষিণ ২৪ পরগণার জেলার ডায়মন্ড হারবারের মৎস্যজীবীদের একাংশের দাবি, তৃণমূল নেতাদের সন্তুষ্ট করতে পারলেই জাটকা ইলিশ ধরলে আর কোনো পদক্ষেপ নেয়না প্রশাসন।
তবে অভিযোগ অস্বীকার করে পিয়ালবাবু জানান, ‘মৎস্যজীবীদের একাংশ জাটকা ইলিশ ধরায় যুক্ত। তাদের কারসাজি ধরে ফেলেছি বলেই আমার বিরুদ্ধে অবান্তর অভিযোগ আনা হচ্ছে। নিলামের সময় শোরগোলের জন্য মাছের পরিমাণ উল্লেখে কিছু ভুল হয়ে থাকতে পারে। খতিয়ে দেখে তা সংশোধন করে নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।