বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। ইতোমধ্যে অভিনয় জীবনের চার দশকের বেশি সময় পার করেছেন এই অভিনেতা। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। আগামীকাল ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘ওলটার বেরিয়া’।
সম্প্রতি এই ছবির ‘নিকেমো আন্দামেক্কুবা’ শিরোনামের একটি গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যেখানে ৬৭ বছর বয়সী চিরঞ্জীবীকে ৩৬ বছর বয়সী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে।
এর আগে, ড্রাগ মাফিয়া সাম্রাজ্যের পটভূমিতে নির্মিত এই ছবিটির ট্রেলার আলোচনায় আসে। ট্রেলারটিতে চিরঞ্জীবীকে একজন মারমুখী নায়ক হিসেবে দেখা গেছে। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারে চিরঞ্জীবীর সঙ্গে প্রতিটি দৃশ্যে শ্রুতি হাসানের উপস্থিতি অনেকেই পছন্দ করেছেন।
উল্লেখ্য, গত বছর মুক্তি পাওয়া চিরঞ্জীবীর সিনেমা ‘গডফাদার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ছবিটিতে বিশেষ ক্যামিও করেন বলিউড ভাইজান সালমান খান। তারপরও দর্শক টানতে পারেনি ছবিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।