৩৬৫ দিনই যার জন্য পাগল ঢাকাই ছবির এই নায়িকা

বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক : ‘বিয়ের ৩৬৫ দিন পরেও আমি এখন তেমনি তোমার জন্য পাগল। শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা…’ দুবাইতে সাগর তীরে স্বামীর সঙ্গে বিশেষ মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে এভাবেই লিখেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা বিদ্যা সিনহা মিম।

বিদ্যা সিনহা মিম

ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন মিম। সে হিসেবে আজ তাদের প্রথম বিয়ে বার্ষিকী। দিনটি বিশেষভাবে উদযাপন করতে সপ্তাহ খানেক আগে দুবাইতে উড়াল দিয়েছেন ‘পরাণ’ ছবির এই নায়িকা। দুবাই শহরের ঐতিহ্যবাহী স্থানগুলোয় ঘুরছেন, স্বামীর সঙ্গে ভালোবাসা শেয়ার করছেন।

সেখান থেকেই জানালেন, বিয়ের ৩৬৫ দিন কেটে গেলেও সনির প্রতি মুগ্ধতার রেশ কাটেনি তার। স্বামীর প্রতি উন্মাতাল ভালোবাসা অনুভব করেন প্রতি নিয়ত। প্রথম সব কিছুই বিশেষ, মিমের কাছেও প্রথম বিবাহবার্ষিকী ‘অতি’ বিশেষ। দূর থেকে মিম জানালেন সে কথাই।

মিম বলেন, ‘চোখের পলকেই কেটে গেল বিয়ের এক বছর। যদিও আট বছরের ভালোবাসা, কিন্তু মনে হয় এইতো সেদিন মাত্র দেখা হলো। আমি তোমাকে অসংখ্যভাবে অসংখ্যবার ভালোবেসেছি। তা-ও তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে প্রথমের মতোই নতুন লাগে।’

দুবাই যাওয়ার আগে মিম বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকীতে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়েছে। তাই দুবাইয়ে নিউ ইয়ার উদযাপনে অংশ নেব।’

ডিএসএলআর ক্যামেরার সুবিধা নিয়ে দুর্দান্ত ফোন নিয়ে হাজির টেকনো

১০ দিনের সফর শেষে ৮ জানুয়ারি ঢাকায় ফেরার কথা রয়েছে মিমের। পরের দিন মিম উড়াল দেবেন কলকাতায়। সেখানে ‘মানুষ’ ছবিতে জিতের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার।