আন্তর্জাতিক ডেস্ক : নোটিশ পাঠানো হলো ভালোবাসার প্রতীক হিসেবে সারা বিশ্বে পরিচিত ঐতিহাসিক নিদর্শন তাজমহল কর্তৃপক্ষকে! স্থাপত্যটির ৩৭০ বছরের ইতিহাসে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। কিন্তু কেন তাজমহল কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলো? কী এমন ঘটল সেখানে?
ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, সম্পত্তি কর বকেয়া। পানির বিল বাকি। সে কারণেই এই নোটিশ! ১ কোটিরও বেশি টাকা নাকি পাওয়া হয়েছে। যা মেটাতে বলা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে।
এএসআইয়ের সুপারিনটেনডেন্ট আর্কিওলজিস্ট রাজ কুমার পাটেল সেই নোটিশ পাওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন। শুধু তাজমহল নয়, নোটিশ পাঠানো হয়েছে আগরা ফোর্টকেও। যদিও হেরিটেজ কর্তৃপক্ষ দাবি করেছে, সবটাই ভুলবশত!
পৃথিবীর অষ্টম আশ্চর্যের একটি তাজমহল। প্রিয়তমা বেগম মুমতাজের স্মৃতিতে আগরায় যমুনা পাড়ে তাজমহল গড়েন সম্রাট শাহজাহান। মুঘল আমলের এই অসাধারণ স্থাপত্যকীর্তি ভারতের অন্যতম দর্শনীয় স্থান। যেটির অমোঘ আকর্ষণে প্রতি বছর দেশ-বিদেশ থেকে ছুটে আসেন লাখো পর্যটক।
সেই তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। সম্পত্তি কর বাকি, পানির কর বকেয়া, এই মর্মে নোটিশ পাঠানো হয়েছে তাজমহল ও আগরা ফোর্টকে। যোগী সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন ইস্যুতে বকেয়া বিল ধরিয়েছে এই দ্রষ্টব্য স্থানকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।