জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের প্রায় ৩৯ শতাংশ তরুণ অলস সময় পার করছে। অর্থাৎ, তারা পড়াশোনায় নেই, কর্মসংস্থানে নেই, এমনকি কোনো কাজের জন্য প্রশিক্ষণও নিচ্ছেন না।
রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল’ প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
শিক্ষা, কর্ম কিংবা প্রশিক্ষণে নেই বাংলাদেশে এমন তরুণের সংখ্যা ২০২২ সালে ছিল ৪০.৬৭ শতাংশ। সে সংখ্যা কিছুটা হ্রাস পেয়ে ২০২৩ সালে ৩৯.৮৮ শতাংশ হয়েছে।
প্রতিবেদনের ফলাফলে আরও জানা যায়, দেশে ৫ বছরের বেশি বয়সী মোবাইল ফোন ব্যবহারকারী জনসংখ্যার হার ২০২৩ সালে ৫৯.৯ শতাংশে দাঁড়িয়েছে। তবে, ১৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে এই হার ২০২২ সালের ৭৩.৮ শতাংশের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়ে ৭৪.২ শতাংশ হয়েছে।
২০২৩ সালে ১৫ বছরের বেশি বয়সী ইন্টারনেট ব্যবহারকারীর হার দাঁড়িয়েছে ৫০.১ শতাংশে।
এছাড়া, দেশের মানুষের গড় আয়ু ২০২৩ সালে কিছুটা কমে ৭২.৩ বছর হয়েছে, যা ২০২২ সালে ছিল ৭২.৪ বছর।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. শহীদুজ্জামান সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।