Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ ফরিদপুরের নিক্সনের
    অপরাধ-দুর্নীতি

    তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ ফরিদপুরের নিক্সনের

    Mynul Islam NadimNovember 19, 20245 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ফরিদপুরের দাপুটে সংসদ সদস্য ছিলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ভাতিজা হওয়ার সুযোগে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এলাকায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। নানা খাতে অনিয়মের মাধ্যমে ১০ বছরে নিক্সনের সম্পদ বেড়েছে ৫৪ গুণ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর নিক্সন চৌধুরী এবং তার স্ত্রী তারিন হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

    nixon

    জানা যায়, ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) তিনবারের স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ছিলেন নিক্সন। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। শেখ পরিবারের এই সদস্য আগে কখনো রাজনীতিতে জড়িত ছিলেন না। ২০১৪ সালের নির্বাচনের কিছুদিন আগে শিবচর থেকে হঠাৎ করে এসেই ফরিদপুরের ভাঙ্গায় রাজনীতি শুরু করেন তিনি।

    নিক্সন প্রথমে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া মৌজার চরাঞ্চলে ৩৮ শতাংশ জমি কিনে বাড়ি করেন। সংসদ সদস্য হওয়ার পর থেকেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার আওয়ামী রাজনীতি অঙ্গনে। এলাকায় আধিপত্য বিস্তার করে নামে-বেনামে বিপুল সম্পদ অর্জন করেছেন তিনি। নিজের ও পরিবারের নামে হাজার বিঘার বেশি ভূমির মালিকানা রয়েছে তার। সম্পদের মধ্যে ঢাকার পূর্বাচল, আদাবর, গুলশান ও বনানীতে প্লট ও ফ্ল্যাট রয়েছে।

       

    সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, কানাডায় তার বাড়ি রয়েছে। ফরিদপুরে ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় নিজের বাংলোতে বানিয়েছেন একটি চিড়িয়াখানাও। নিক্সনের নামে এসব অভিযোগ ওঠার পরে অনুসন্ধানে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক মো. সালাহউদ্দীনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংক, দেশের ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা ও ফরিদপুরের ভূমি অফিস, রাজউক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, জাতীয় রাজস্ব বোর্ডসহ শতাধিক প্রতিষ্ঠানের নথিপত্র তলব করেছে। এরই মধ্যে বেশ কিছু নথি দুদকের প্রধান কার্যালয়ে এসেছে বলেও জানা গেছে। অন্যদিকে নিক্সনের অন্যতম সহযোগী ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের মালিক হয়েছেন।

    হাজার বিঘার প্লট ‘আয়মান আইল্যান্ড’
    নিক্সন যখন ২০১৪ সালে ভাঙ্গার রাজনীতিতে আবির্ভূত হন, তার আগেই শিবচরের দত্তপাড়া থেকে ভাঙ্গার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার আশা নিয়ে ভাঙ্গা উপজেলার আজিমনগরের ব্রাহ্মণপাড়া গ্রামে আবাস গড়ে তোলেন তার ভাই লিখন চৌধুরী। এর পরই নিক্সন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ব্রাহ্মণপাড়ায় ভাইয়ের বাড়িতে ওঠেন। সংসদ সদস্য হয়েই নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় নামেমাত্র টাকায় জমি কিনে নিক্সন গড়ে তোলেন সুবিশাল বাগানবাড়ি। স্থানীয় লোকজনের ভাষ্য মতে, নিক্সনের জমির পাশের জমি পছন্দ হলেই সেই জমি তাকে দিতে বাধ্য হতেন জমির মালিকরা। নিজের বাড়িতেই নিক্সন চৌধুরী সাবরেজিস্ট্রারকে এনে এসব জমি লিখে নিতেন তিনি।

    সংসদ সদস্য হওয়ার পর সম্পত্তি বেড়েছে ৫৪ গুণ
    নিক্সন চৌধুরী প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ২০১৪ সালে। ২০১৩ সালের ১ ডিসেম্বর দশম সংসদ নির্বাচনে দাখিল করা কৃষি খাতে আয় দুই কোটি পাঁচ লাখ টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত ছিল দুই কোটি এক লাখ ৬৯ হাজার ৪৯৩ টাকা। নগদ টাকা ছিল ২৮ লাখ ১০ হাজার ২২০ টাকা। তবে তার স্ত্রীর নামে নগদ টাকা ছিল না। ওই বছর নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার মালিকানাধীন কৃষিজমি ছিল ৩৮ শতাংশ। স্ত্রীর নামে ঢাকায় একটি ফ্ল্যাট এবং ৭.৫ কাঠার প্লট দেখানো হয়।

    তবে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় নগদ টাকা ৩৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা, স্ত্রীর নামে এক কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৬০০ টাকা, ব্যাংকে জমা সাত লাখ ৪৫ হাজার ২৫৯ টাকা, স্ত্রীর নামে সাত লাখ ২৩ হাজার ১৯১ হাজার টাকা। স্বর্ণালংকার রয়েছে নিজের নামে ৩০ তোলা এবং স্ত্রীর রয়েছে ৫০ তোলা। কৃষিজমির পরিমাণ উল্লেখ করা হয়েছে দুই হাজার ৪২ শতাংশ। সেই হিসাবে গত ১০ বছরে তার মালিকানাধীন কৃষিজমি বেড়েছে প্রায় ৫৪ গুণ। সম্পত্তির মধ্যে ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় ৯৭৫.২৮ শতাংশ, একই এলাকায় ৫১০ শতাংশ, ৩০ শতাংশ, ২৩৪ শতাংশ ও ২৯০ শতাংশ জমি রয়েছে। এ ছাড়া সাভারে রয়েছে ৩.২৮২৫ শতাংশ জমি। এর বাইরে স্থাবর সম্পদ অকৃষি পাঁচ কাঠা প্লট শিবচর হাউজিংয়ে, পূর্বাচল রাজউকে ৭.৫ কাঠা, আদাবরে ০.০১২১৫ একর, দত্তপাড়া শিবচরে অকৃষি ০.৩৮ একর জমি রয়েছে।

    এ ছাড়া নিজ ও স্ত্রীর নামে ঢাকার বনানীতে ফ্ল্যাট রয়েছে ৩৭১৬.১১ বর্গফুটের, ঢাকার বনানী প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডে একটি ফ্ল্যাট, গুলশানে চার হাজার ৮৯১ বর্গফুটের ফ্ল্যাট, গুলশান রোড ৭৯, হাউস ১৬-তে একটি ফ্ল্যাট এবং গ্রামের বাড়ি ভাঙ্গার ব্রাহ্মণপাড়ায় দোতলা বাড়ি। সেই হিসাবে ১০ বছরে জমির পরিমাণ বেড়েছে ৫৪ গুণ। হয়েছেন দেশে-বিদেশে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্লট ও বিপুল পরিমাণ জায়গার মালিক।

    কথা না শোনায় শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ
    রাজনৈতিক প্রতিহিংসায় ফরিদপুরের ভাঙ্গায় ইকামাতেদ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষসহ ২৮ জন শিক্ষক-কর্মচারীর বেতন ২০২২ সালের অক্টোবর মাসে বন্ধ করে দেন নিক্সন। এত দিন তারা মুখ না খুললেও গত ৫ আগস্টের পরে পুনরায় বেতন-ভাতা চালুর জন্য অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর আবেদন করেছেন। তার আমলে ভিন্নমতের লোকজনকে হামলা, মামলা দিয়ে করেছেন এলাকাছাড়া।

    বড়ই বেপরোয়া ছিলেন নিক্সন
    ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার প্রথম দিকে উপজেলা প্রশাসন থেকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েও খুব একটা শোনাতে পারেননি নিক্সন। এক পর্যায়ে টাকা, শেখ পরিবারের ভয়ভীতি দেখিয়ে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে তিন উপজেলার (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাদের নিজের শিবিরে ভেড়াতে সক্ষম হন নিক্সন। তারপর স্থানীয় বিভিন্ন নির্বাচনে নৌকা প্রতীকের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে নিজের লোককে জিতিয়ে আনতেন নিক্সন। কোনো ক্ষেত্রে টাকা-পয়সা দিয়ে কাজ না হলে নিজের হেলমেট বাহিনী ভোট কাটত। নিক্সন একসময় নিজ এলাকা ছাড়াও অন্য সংসদ সদস্যের এলাকায়ও খবরদারি করতেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, কেউ স্থানীয় রাজনীতি বা কোনো কারণে নিক্সনের অবাধ্য হলে তাকে বাংলোতে এনে শারীরিক নির্যাতন করে টয়লেটে আটকে রাখা হতো। ওই বাংলোয় এমন সাজা তিনি অসংখ্য মানুষকে দিয়েছেন।

    তিন মামলা
    বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের হত্যা ও গুম করে ফেলার হুমকি দেওয়াসহ হামলার অভিযোগে এই সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১১০ জনের নামে মামলা করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে নিক্সনের নামে তিনটি মামলা করা হয়েছে।

    পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বিবেচনা থাকছে না

    ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কিবরিয়া স্বপন বলেন, নিক্সন চৌধুরী ফ্যাসিবাদ ও স্বৈরাচারের অন্যতম প্রধান সহযোগী। তার অত্যাচার ও নির্যাতনে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল।
    সূত্র: কালের কণ্ঠ

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অপরাধ-দুর্নীতি আছে, তিন তিন দেশে বাড়ি আছে দুর্নীতির ‘মহারাজ’ ফরিদপুরের নিক্সনের দুর্নীতির দেশে নিক্সনের ফরিদপুরের বাড়ি, মহারাজ
    Related Posts
    ওসিকে হত্যার হুমকি

    বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

    October 4, 2025
    একাউন্ট জব্দ

    আইনমন্ত্রী আনিসুল হকের পিএসের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

    September 29, 2025
    সম্পত্তি জব্দ

    সজীব ওয়াজেদ জয়ের সম্পত্তি জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি পাঠাচ্ছে দুদক

    September 26, 2025
    সর্বশেষ খবর
    Mark Sanchez stabbing

    Mark Sanchez Stable After Indianapolis Stabbing, Fox Sports Confirms

    প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো ‘শক্তি’, মহারাষ্ট্রে রেড অ্যালার্ট জারি

    Taylor Swift

    Taylor Swift Shatters Records with Historic Album Sales Surge

    Taylor Swift

    Taylor Swift’s ‘The Life of a Showgirl’ Shatters Records with Historic 2.7 Million First-Day Sales

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

    শান্তিপূর্ণ সহাবস্থানের ৫ টি নীতির ভিত্তিতে চীন-বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে: শি জিনপিং

    Charlie Kirk assassination

    Campus Backlash Grows Over Charlie Kirk’s Legacy Following Assassination

    Saturday Night Live’s new cast members

    Saturday Night Live’s New Cast Members: Meet the 5 Fresh Faces Joining Season 51

    লটারি

    জ্যাকেটের পকেটে ছয় মাস রাখা লটারির টিকিটে মিললো ২১৮ কোটি টাকা!

    harrison bader home run ball

    Harrison Bader Injury Update: Phillies Outfielder Day-to-Day With Groin Tightness

    lds general conference talk summaries

    LDS General Conference Talk Summaries: Saturday Highlights and Key Messages

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.