বিনোদন ডেস্ক : গানের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। বিশেষ করে একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
এবার জানা গেল, হুমায়রার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে হৃদয় খানের। গায়কের ওপর নানা কারণে বিরক্ত হয়ে তাকে বেশ ইতিমধ্যেই ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা।
তবে হৃদয় ও তার পরিবার ডিভোর্সের বিষয়টি গোপন রেখেছে।
বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়ে তাকে ডিভোর্স দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে একাধিক গণমাধ্যমের খবর।
এই বিষয়ে জানতে হৃদয় খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না।
বিচ্ছেদের খবরটি সত্য কি না, এমন প্রশ্নে এই গায়ক বলে উঠলেন, আমি কিছু বলতে চাচ্ছি না।
এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খান। সে সংসার টেকেনি। আলাদা হয়ে যান। এর পর ২০১৫ সালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয় খান।
পরিবেশবান্ধব ১০টি গ্যাজেট যা পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করছে
পরের বছরে এক বছর পূর্তির আগেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর পর সুজানার সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পরই ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেছিলেন হৃদয় খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।