সাইফুল ইসলাম : মানিকগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হলি চাইল্ড স্কুলবাসে অগ্নিসংযোগের ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন।
গত ৫ এবং ৬ ডিসেম্বর মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগের সদস্য আব্দুর রাশেদ (৪০), মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আদনান হোসেন (২৪), সদস্য মোঃ ইমন (১৯) ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমতিয়াজ আহমেদ নিরব (২১)।
ডিবির পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন জানান, গ্রেফতারকৃত একাধীক মামলার এজাহারনামীয় পলাতক আসামী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থ্যা প্রক্রিয়াধীন।
এর আগে, গত ১ ডিসেম্বর রাত সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের মানড়া এলাকায় জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জুলাই স্মৃতি স্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়। এছাড়া, গত ১৩ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে শিবালয়ের ফলসাটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা হলি চাইল্ড স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।এতে গাড়িতে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর সেখানেই মারা যান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



