বিনোদন ডেস্ক : এবার প্রকাশ্যে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের আপকামিং ছবি ‘রক্ষাবন্ধন’-এর ট্রেলার। দীর্ঘ প্রতীক্ষার পর আনন্দ এল রাই পরিচালিত ফ্যামিলি ড্রামা ‘রক্ষাবন্ধনে’র ট্রেলার এলো প্রকাশ্যে। চার বোনের বড় ভাই অক্ষয়, আবেগ-ভালবাসার আর লড়াইয়ের গল্প।
বড় ভাইয়ের উপরই বোনেদের বিয়ের দায়িত্ব। মধ্যবিত্ত পরিবারে বোনেদের বিয়ে দেওয়া মানেই উঠে আসে পণপ্রথার প্রসঙ্গ। কতখানি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে যে সেই অর্থ জোগাড় হয় পাত্রীর পরিবারকে, তা তাদের থেকে আর ভাল কে জানবে।
সংসারের দায়িত্বের চাপে কখনও কখনও নিজের ভালবাসাকেও দূরে সরিয়ে রাখতে হয়। আর চার বোনের ভাইয়ের ভূমিকায় এভাবেই ধরা দিয়েছেন অক্ষয়। বোনেরা তাকে রাখী পরায় দীর্ঘায়ু কামনা করে। আর ভাইয়ের রাখী পরা হাত বোনেদের মাথা স্পর্শ করে আশীর্বাদ ও সুরক্ষিত রাখার প্রতিজ্ঞা নিয়ে। সেই প্রতিজ্ঞাই রক্ষাবন্ধন ছবিতে পালন করবেন অক্ষয়।
খিলাড়ি কুমারের বিপরীতে দেখা যাবে ভূমি পেড়নেকরকে। আগেও জুটি হিসেবে কাজ করেছেন তারা। তাই ট্রেলারে তাদের কেমিস্ট্রি মন্দ নয়। চার বোনের ভূমিকায় দেখা যাবে নতুন চারটি মুখ। তবে ২০২২ সালে আবেগ আর ভালবাসা মেশানো সেই পারিবারিক গল্প দর্শক মনে কতখানি জায়গা করে নিতে পারবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়।
তবে পরিচালক যখন আনন্দ এল রাই, তখন প্রত্যাশা তো থাকবেই। ‘রাঞ্ঝনা’, ‘তন্নু ওয়েডস মন্নু’র মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি দর্শকদের হাততালি কুড়িয়েছিল ‘আতরঙ্গি রে’ ছবিটিও। সেখানেও ছিলেন অক্ষয়। এবার ‘রক্ষাবন্ধন’ দিয়ে আক্কি সুপারহিটের দুনিয়ায় কামব্যাক করতে পারেন কি না, সেটাই দেখার। ১১ আগস্ট মুক্তি পাবে এই ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।