জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৯ ফুট লম্বা চারটি মাছ। এগুলোর ওজন ১৪০ কেজি।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় ভাবে পাখি নামে পরিচিত মাছগুলো ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এর আগে রোববার দুপুরে গভীর বঙ্গোপসাগরে ফারুক মাঝি নামের এক জেলের জালে মাছগুলো ধরা পড়ে।
জানা গেছে, মাছটির নাম সেইল ফিশ। সেইল ফিশ মূলত ইংরেজি নাম। তবে মাছটির পিঠে বিশাল আকারের পাখনা থাকায় এটিকে স্থানীয়ভাবে পাখি মাছ বলা হয়। এ মাছের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus।
এই মাছটি মহাসাগরের দ্রুতগতির প্রাণীর মধ্যে অন্যতম। মাছটি ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। তাই সচারাচর জেলেদের জালে ধরা পড়ে না সেইল ফিশ। এ মাছটি শিকারের কাছে এসে রং পরিবর্তন করতে পারে।
এ ব্যাপারে জেলে ফারুক মাঝি জানান, এক সপ্তাহ আগে তিনি চট্টগ্রাম থেকে মাছ শিকারের জন্য গভীর বঙ্গোপসাগরে যায়।
তিনি বলেন, রোববার দুপুরে চারটি পাখি মাছ আমার জালে উঠে। মাছ চারটির ওজন ১৪০ কেজি। অনেক ওজনের কারণে মাছগুলো জাল থেকে ট্রলারে তুলতে বেগ পেতে হয়েছে। আজকে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এসে ২৫ হাজার টাকায় মাছ চারটি বিক্রি করেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাধারণত সচারাচর এ মাছ ধরা পড়ে না। উপকূলীয় এলাকায় চাহিদা কম থাকায় দামও কম। তবে মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ায় দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।