আন্তর্জাতিক ডেস্ক : হামাসের পাল্টা প্রতিরোধে উত্তর গাজায় প্রাণ গেছে আরও চার ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (২৯ অক্টোবর) চার সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী-আইডিএফ।
Advertisement
আইডিএফ জানায়, জাবালিয়া এলাকায় নিহত হন তারা। পুতে রাখা বিস্ফোরকের আঘাতে এই প্রাণহানি ঘটেছে। এসময় একজন আহতও হয়েছেন।
জানা গেছে, একটি বিধ্বস্ত ভবনে ফিলিস্তিনি যোদ্ধাদের খোঁজে অভিযান চালাতে গিয়েছিলো ওই সেনারা। এছাড়া স্থল অভিযানে হামাসের প্রতিরোধে সাড়ে তিনশর বেশি ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
এর আগে, জাবালিয়ায় ইসরায়েলি ট্যাংক ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।