৪ জনের জন্য বিশাল অট্টালিকা, রইল অজয় ও কাজলের বাড়ি ছবি

অজয় ও কাজল

বিনোদন ডেস্ক : অমিতাভ বচ্চনের ‘জলসা’, শাহরুখ খানের ‘মন্নত’ নিয়ে তো তোলপাড় গোটা বলিউড! বলিউডের তারকারা থাকেন রাজপ্রাসাদের মত বাড়িতে। সেই বলিউডেরই আরেক জনপ্রিয় তারকা জুটি অজয় দেবগণ এবং কাজলের বাড়িটাও কিন্তু কিছু কম যায় না। মুম্বাইয়ের জুহু বিচে বিলাসবহুল এক রাজপ্রাসাদের মত বাড়িতে দুই সন্তানদের নিয়ে থাকেন অজয় এবং কাজল। এই বাড়ির অন্ধ সজ্জা রীতিমত তাক লাগিয়ে দিচ্ছে।

অজয় ও কাজলের বাড়ি

অজয় এবং কাজলের স্বপ্নের রাজপ্রাসাদের নাম তারা রেখেছেন ‘শিবশক্তি’। বাড়ির অন্দরমহলে রয়েছে বিলাসবহুল বেডরুম, সুন্দর করে সাজানো লিভিং রুম, ডাইনিং রুম ইনডোর জিম এবং বড় বড় কাঁচের জানলা যার মধ্যে দিয়ে অনায়াসেই সূর্যালোক প্রবেশ করে তারকাদের ঘরে। তবে অজয়-কাজলের বাড়ির ঘোরানো কাঠের সিঁড়ি এই বাড়ির অন্দরমহলকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

অজয় এবং কাজলের বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। তাদের দুই সন্তান নাইসা এবং যুগ বাবা-মায়ের সঙ্গে এই বাড়িতেই থাকেন। বাড়ির অন্দরে উঁকি মেরে দেখলে দেখা যাবে বেশিরভাগ আসবাবপত্রই কাঠের। এছাড়া রয়েছে আরও দামী আসবাবপত্র। শিবশক্তির অন্দরের কারুকার্য, নানা দামী জিনিসপত্র দিয়ে সাজানো ঘরগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যাবে।

বিনোদনের দুনিয়ার সঙ্গে যারা জড়িত তাদের ফিটনেসের দিকে আলাদা করে ধ্যান দেওয়ার প্রয়োজনীয়তা থাকেই। বিশেষত অ্যাকশন সুপারস্টার অজয় দেবগনকে তার শরীর ফিট রাখতে রোজই জিম করতে হয়। তার জন্য বাড়িতেই রয়েছে আলাদা করে একটা ইনডোর জিমের ব্যবস্থা। এছাড়া এই দম্পতি মিউজিকের অনেক বড় ভক্ত। তাই তাদের ঘরের কোণায় রয়েছে মিউজিকের অসংখ্য সরঞ্জাম।.

ছেলেমেয়ে নিয়ে এই বাড়িতেই ২২ টা বছর অতিবাহিত করে ফেললেন অজয় এবং কাজল। তাদের প্রেমের শুরুতে যেমন প্রচুর বাধা এসেছিল তেমনই বিয়ের পরেও কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। ‘ওয়ান্স আপন এ টাইম ইন এ মুম্বাই’ ছবিতে কঙ্গনার সঙ্গে অজয়ের অন্তরঙ্গতা বলিউডের হট টপিক হয়ে দাঁড়িয়েছিল।

কঙ্গনাকে নিয়ে কাজল ও অজয়ের সম্পর্কে নাকি চিড় ধরেছিল বলেও শোনা যায়। তবে পরে অবশ্য সেসব কাটিয়ে উঠতে পেরেছিলেন তারা। আজ তারা বলিউডের অন্যতম সুখী দম্পতি। দুই সন্তানের জন্মের পরই কাজল অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নেন দূরে। এই বছরই নতুন দুটো ফ্ল্যাট কিনেছেন অজয় ও কাজল। তবে শিবের ভক্ত অজয়ের পছন্দের আস্তানা ‘শিবশক্তি’। এই রাজকীয় প্রাসাদের বর্তমান বাজার দর ৬০ কোটি টাকার আশেপাশে।