আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে আটক থাকা চার ব্রিটিশ নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির তালেবান সরকার।
আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাজ্যের ওই নাগরিকদের ঠিক কী অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তা নির্দিষ্ট করে জানা যায়নি।
ওই চার ব্রিটিশ নাগরিকের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) এক মুখপাত্র মঙ্গলবার (১০ অক্টোবর) বলেন, ‘আফগানিস্তানের আইন ভঙ্গের অভিযোগে আটক চার ব্রিটিশ নাগরিকের মুক্তিকে আমরা স্বাগত জানাই এবং আফগানিস্তানের বর্তমান প্রশাসনকে ধন্যবাদ জানাই।’
তালেবান ক্ষমতায় আসার পর থেকে অনেক দেশ তাদের নাগরিকদের আফগানিস্তানে ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে।
২০২১ সালে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বিদেশি বাহিনী প্রত্যাহারের পর দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে তালেবানরা আফগানিস্তানে পুলিশ, গোয়েন্দা পরিষেবা এবং কারাগারগুলোকে নিয়ন্ত্রণ করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।